ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের

হে পথিক সাবধান!

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৩:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / ৩১৬ ৫০০০.০ বার পাঠক
– আব্দুর রহিম রবিন

অন্ধকারে অধো:পতিত কোন কোন জীবন
কোনদিনও আলোর মুখ দেখেনা।
অতীতে কৃত মহাভূল ধরা বাঁধা নিয়মে
কোনদিনও তারে ক্ষমা করেনা।
আলোর মাঝে থেকেও সে জীবন
অন্ধকারে গড়াগড়ি খায়,
যতই হোক সে আলোক প্রত্যাশী
আলোর ছোঁয়া সে কভূ নাহি পায়।
জনক জননীর মনে যে জেনে শুনে
দিয়েছে আঘাত কোন অকারনে,
কষ্ট তারে কুড়ে কুড়ে খায়
সুখ মেলেনা আর সেই পাপী জীবনে,
পাপের প্রায়শ্চিত্ব তাকে তাড়িয়ে বেড়ায়
আলোকে গ্রাস করে নিরেট অন্ধকার।
সামনের দিকে এগোতে গেলে
পিছনে টেনে আনে আপন ভ্রষ্টাচার।
অর্থ বিত্ত ধন দৌলত কোন কিছুই
অভিশপ্ত জীবনে লাগেনা কোন কাজে,
অবহেলা অবমাননা আর অমর্যাদায়
কাটে সে জীবন বঞ্চনা প্রবঞ্চনার মাঝে।
ক্ষমা মেলেনা, মেলেনা মুক্তি,
গোচেনা আহাজারী আর অন্ধকার!
বিপথে থেকেই একদিন ক্ষান্ত হয় সে জীবন,
মরনের ওপারে অপেক্ষমান নরক দাহন।
নরকাগ্নিতে পুড়ে পুড়ে মরেনা আর
নরকের লেলিহান শিখায় কেবলি হয় অঙ্গার।
এটাই মহাভূলের শাস্তি কঠোর বিধাতার।
মনে কষ্ট লয়ে ধরনী ছেড়ে জনক জননী
সেই যে হারালো কোথায়!
মেলেনা আর তাদের দেখা
নরকাগ্নীর দাহন থেকে ক্ষমা মেলেনা হায়!
অবিমৃশ্যকারীতায় কত জীবন এভাবে
ভূলের আবর্তে হয়ে গেল ছারখার,
জীবন থাকতেও জীবম্মৃত জীবন
আলো মেলেনা সেথা, গোচেনা অন্ধকার।
নরকের জন্য যে জীবনের সৃষ্টি
মূল্যহীন তার সব আততীয়তা বন্ধন,
অবশেষে গন্তব্য তার জাহান্নামে
হবেই সে নরকের ইন্দন।
জনক জননীর মনে কষ্ট দিলে
নষ্ট জীবনে ত্রাণ মেলেনা আর,
এটাই সৃষ্টির অটুট সঙ্গত নিয়ম-
পরাক্রমশালী বিধাতার অঙ্গীকার,
জনক জননীকে কষ্ট দিলে
স্রষ্টাকে করা হয় অপমান,
এটা বিধির বিধান,।।
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হে পথিক সাবধান!

আপডেট টাইম : ০৩:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
– আব্দুর রহিম রবিন

অন্ধকারে অধো:পতিত কোন কোন জীবন
কোনদিনও আলোর মুখ দেখেনা।
অতীতে কৃত মহাভূল ধরা বাঁধা নিয়মে
কোনদিনও তারে ক্ষমা করেনা।
আলোর মাঝে থেকেও সে জীবন
অন্ধকারে গড়াগড়ি খায়,
যতই হোক সে আলোক প্রত্যাশী
আলোর ছোঁয়া সে কভূ নাহি পায়।
জনক জননীর মনে যে জেনে শুনে
দিয়েছে আঘাত কোন অকারনে,
কষ্ট তারে কুড়ে কুড়ে খায়
সুখ মেলেনা আর সেই পাপী জীবনে,
পাপের প্রায়শ্চিত্ব তাকে তাড়িয়ে বেড়ায়
আলোকে গ্রাস করে নিরেট অন্ধকার।
সামনের দিকে এগোতে গেলে
পিছনে টেনে আনে আপন ভ্রষ্টাচার।
অর্থ বিত্ত ধন দৌলত কোন কিছুই
অভিশপ্ত জীবনে লাগেনা কোন কাজে,
অবহেলা অবমাননা আর অমর্যাদায়
কাটে সে জীবন বঞ্চনা প্রবঞ্চনার মাঝে।
ক্ষমা মেলেনা, মেলেনা মুক্তি,
গোচেনা আহাজারী আর অন্ধকার!
বিপথে থেকেই একদিন ক্ষান্ত হয় সে জীবন,
মরনের ওপারে অপেক্ষমান নরক দাহন।
নরকাগ্নিতে পুড়ে পুড়ে মরেনা আর
নরকের লেলিহান শিখায় কেবলি হয় অঙ্গার।
এটাই মহাভূলের শাস্তি কঠোর বিধাতার।
মনে কষ্ট লয়ে ধরনী ছেড়ে জনক জননী
সেই যে হারালো কোথায়!
মেলেনা আর তাদের দেখা
নরকাগ্নীর দাহন থেকে ক্ষমা মেলেনা হায়!
অবিমৃশ্যকারীতায় কত জীবন এভাবে
ভূলের আবর্তে হয়ে গেল ছারখার,
জীবন থাকতেও জীবম্মৃত জীবন
আলো মেলেনা সেথা, গোচেনা অন্ধকার।
নরকের জন্য যে জীবনের সৃষ্টি
মূল্যহীন তার সব আততীয়তা বন্ধন,
অবশেষে গন্তব্য তার জাহান্নামে
হবেই সে নরকের ইন্দন।
জনক জননীর মনে কষ্ট দিলে
নষ্ট জীবনে ত্রাণ মেলেনা আর,
এটাই সৃষ্টির অটুট সঙ্গত নিয়ম-
পরাক্রমশালী বিধাতার অঙ্গীকার,
জনক জননীকে কষ্ট দিলে
স্রষ্টাকে করা হয় অপমান,
এটা বিধির বিধান,।।