ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা

হে পথিক সাবধান!

– আব্দুর রহিম রবিন

অন্ধকারে অধো:পতিত কোন কোন জীবন
কোনদিনও আলোর মুখ দেখেনা।
অতীতে কৃত মহাভূল ধরা বাঁধা নিয়মে
কোনদিনও তারে ক্ষমা করেনা।
আলোর মাঝে থেকেও সে জীবন
অন্ধকারে গড়াগড়ি খায়,
যতই হোক সে আলোক প্রত্যাশী
আলোর ছোঁয়া সে কভূ নাহি পায়।
জনক জননীর মনে যে জেনে শুনে
দিয়েছে আঘাত কোন অকারনে,
কষ্ট তারে কুড়ে কুড়ে খায়
সুখ মেলেনা আর সেই পাপী জীবনে,
পাপের প্রায়শ্চিত্ব তাকে তাড়িয়ে বেড়ায়
আলোকে গ্রাস করে নিরেট অন্ধকার।
সামনের দিকে এগোতে গেলে
পিছনে টেনে আনে আপন ভ্রষ্টাচার।
অর্থ বিত্ত ধন দৌলত কোন কিছুই
অভিশপ্ত জীবনে লাগেনা কোন কাজে,
অবহেলা অবমাননা আর অমর্যাদায়
কাটে সে জীবন বঞ্চনা প্রবঞ্চনার মাঝে।
ক্ষমা মেলেনা, মেলেনা মুক্তি,
গোচেনা আহাজারী আর অন্ধকার!
বিপথে থেকেই একদিন ক্ষান্ত হয় সে জীবন,
মরনের ওপারে অপেক্ষমান নরক দাহন।
নরকাগ্নিতে পুড়ে পুড়ে মরেনা আর
নরকের লেলিহান শিখায় কেবলি হয় অঙ্গার।
এটাই মহাভূলের শাস্তি কঠোর বিধাতার।
মনে কষ্ট লয়ে ধরনী ছেড়ে জনক জননী
সেই যে হারালো কোথায়!
মেলেনা আর তাদের দেখা
নরকাগ্নীর দাহন থেকে ক্ষমা মেলেনা হায়!
অবিমৃশ্যকারীতায় কত জীবন এভাবে
ভূলের আবর্তে হয়ে গেল ছারখার,
জীবন থাকতেও জীবম্মৃত জীবন
আলো মেলেনা সেথা, গোচেনা অন্ধকার।
নরকের জন্য যে জীবনের সৃষ্টি
মূল্যহীন তার সব আততীয়তা বন্ধন,
অবশেষে গন্তব্য তার জাহান্নামে
হবেই সে নরকের ইন্দন।
জনক জননীর মনে কষ্ট দিলে
নষ্ট জীবনে ত্রাণ মেলেনা আর,
এটাই সৃষ্টির অটুট সঙ্গত নিয়ম-
পরাক্রমশালী বিধাতার অঙ্গীকার,
জনক জননীকে কষ্ট দিলে
স্রষ্টাকে করা হয় অপমান,
এটা বিধির বিধান,।।
আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

হে পথিক সাবধান!

আপডেট টাইম : ০৩:৫৪:২৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ জুন ২০২১
– আব্দুর রহিম রবিন

অন্ধকারে অধো:পতিত কোন কোন জীবন
কোনদিনও আলোর মুখ দেখেনা।
অতীতে কৃত মহাভূল ধরা বাঁধা নিয়মে
কোনদিনও তারে ক্ষমা করেনা।
আলোর মাঝে থেকেও সে জীবন
অন্ধকারে গড়াগড়ি খায়,
যতই হোক সে আলোক প্রত্যাশী
আলোর ছোঁয়া সে কভূ নাহি পায়।
জনক জননীর মনে যে জেনে শুনে
দিয়েছে আঘাত কোন অকারনে,
কষ্ট তারে কুড়ে কুড়ে খায়
সুখ মেলেনা আর সেই পাপী জীবনে,
পাপের প্রায়শ্চিত্ব তাকে তাড়িয়ে বেড়ায়
আলোকে গ্রাস করে নিরেট অন্ধকার।
সামনের দিকে এগোতে গেলে
পিছনে টেনে আনে আপন ভ্রষ্টাচার।
অর্থ বিত্ত ধন দৌলত কোন কিছুই
অভিশপ্ত জীবনে লাগেনা কোন কাজে,
অবহেলা অবমাননা আর অমর্যাদায়
কাটে সে জীবন বঞ্চনা প্রবঞ্চনার মাঝে।
ক্ষমা মেলেনা, মেলেনা মুক্তি,
গোচেনা আহাজারী আর অন্ধকার!
বিপথে থেকেই একদিন ক্ষান্ত হয় সে জীবন,
মরনের ওপারে অপেক্ষমান নরক দাহন।
নরকাগ্নিতে পুড়ে পুড়ে মরেনা আর
নরকের লেলিহান শিখায় কেবলি হয় অঙ্গার।
এটাই মহাভূলের শাস্তি কঠোর বিধাতার।
মনে কষ্ট লয়ে ধরনী ছেড়ে জনক জননী
সেই যে হারালো কোথায়!
মেলেনা আর তাদের দেখা
নরকাগ্নীর দাহন থেকে ক্ষমা মেলেনা হায়!
অবিমৃশ্যকারীতায় কত জীবন এভাবে
ভূলের আবর্তে হয়ে গেল ছারখার,
জীবন থাকতেও জীবম্মৃত জীবন
আলো মেলেনা সেথা, গোচেনা অন্ধকার।
নরকের জন্য যে জীবনের সৃষ্টি
মূল্যহীন তার সব আততীয়তা বন্ধন,
অবশেষে গন্তব্য তার জাহান্নামে
হবেই সে নরকের ইন্দন।
জনক জননীর মনে কষ্ট দিলে
নষ্ট জীবনে ত্রাণ মেলেনা আর,
এটাই সৃষ্টির অটুট সঙ্গত নিয়ম-
পরাক্রমশালী বিধাতার অঙ্গীকার,
জনক জননীকে কষ্ট দিলে
স্রষ্টাকে করা হয় অপমান,
এটা বিধির বিধান,।।