সংবাদ শিরোনাম ::
চীনের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ১৮ জন নিহত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১৭:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ২২০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
চীনের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে । উক্ত প্রশিক্ষণ কেন্দ্রেটি হেনান প্রদেশে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আজ শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে; পরে তা নিভিয়ে ফেলা হয় বলে ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।আহত ১৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।
আরো খবর.......