বাগেরহাটে সাতদিনের আবার কঠোর লকডাউন শুরু
- আপডেট টাইম : ০৯:১০:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
বাগেরহাট ওমর ফারু।।
বাগেরহাট জেলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। জেলা ও উপজেলা সদরে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার পরিবহন, গণপরিবহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। লাকডাউন কার্যকরে ১০টি ভ্রম্যমাণ আদালত মাঠে রয়েছে। স্বাস্থ্যবিধি মানার জন্য শহরে প্রশাসনের উদ্যোগে জেলা তথ্য অফিস ও রেডে ক্রিসেন্টের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। জেলার সকল প্রবেশ পথে ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গ্রাম পর্যায় পর্যন্ত লকডাউন কার্যকরের চেষ্টা করা হচ্ছে। কচুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেছেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। এসময় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। জেলার সকল উপজেলায় অনুরূপ কার্যক্রম চলছে।
জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক থাকলেও জাহাজের নাবিকদের মোংলা বন্দরে নামতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ মানুষের মাঝে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানায় অনীহা দেখা যাচ্ছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বাগেরহাটে ১২২টি নমুনা পরীক্ষায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার হার ৩৪ শতাংশ। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৪ জন। মারা গেছেন ৭৩ জন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।