সংবাদ শিরোনাম ::
ভারী তুষারপাতে ইরানে ১০ আরোহী নিহত, নিখোঁজ অনেকেই
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:০৫:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ২৯৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ইরানের রাজধানী তেহরানের পাশের পাহাড়ে ভারী তুষারপাতের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
জানা গেছে, উপসাগরীয় অঞ্চলে ঝড়ের কারণে একটি জাহাজের সাতজন ক্রু নিখোঁজ আছেন। গত কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষারপাত ও বাতাসের জেরে বহু রাস্তা বন্ধ হয়ে আছে এবং পরিবহন ব্যাহত হয়েছে।
গত শুক্রবার দু’জন আরোহী মারা যাওয়ার খবর বের হলে আরোহীদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা যায়। এরপর আরোহীদের পরিবারের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে করে।
সরকারিভাবে অভিযান চালিয়ে পাহাড় থেকেই নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে আসার পর আরেকজনের প্রাণহানি ঘটে।
মিন্টু বলেন
আরো খবর.......