ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম জন্মদিন পালন
- আপডেট টাইম : ০২:৫৭:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুন ২০২১
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
প্রতিনিধি (ঠাকুরগাঁও।।
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে।
বুধবার সূর্য উদয়ের সঙ্গ সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা। এরপর সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।
এরপর বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে দলীয় কার্যালয়ে ১ মিনিট নিরবতা কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, দপ্তর সম্পাদক নাসিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, আজ ২৩ জুন, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম জন্মদিন। ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার কেএম দাস লেনের ‘রোজ গার্ডেনে’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নামে পাকিস্তানের প্রথম বিরোধী দলের আত্মপ্রকাশ ঘটে। যেটি বাংলাদেশের বৃহত্তম-প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলে পরিণত হয়েছে আজ। আওয়ামী লীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।