ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সফল মেম্বার শফিউদ্দিন
- আপডেট টাইম : ০১:২৩:২১ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুন ২০২১
- / ২৮৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সফল মেম্বার শফিউদ্দিন।নিজের ওয়ার্ডকে আঁধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।মেম্বার শফিউদ্দিন বলেনঃওয়ার্ডকে আঁধুনিক হিসাবে গড়তে দিক নির্দেশনা প্রেরন করেন অত্র ইউনিয়নের সফল চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।তিনি শুধু স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন নয়,পার্শবর্তি সকল ইউনিয়নের দিকনির্দেশনা দিয়ে আর্থিক ও সার্বিক সহযোগীতা দিয়ে আশুলিয়া থানার উন্নয়নের রুপকার হিসাবে পরিচিত লাভ করেছেন।মসজিদ মাদরাসা মন্দির সহ সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতিও রেখেছেন সজাগ দৃষ্টি,তারই নির্দেশনায় আমার ওয়ার্ডে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা,গৃহহীন, অসুস্থ রুগি,প্রতিবন্ধী,বেকার যুবক,শত ভাগ সহযোগীতা করতে পেরেছি।মাদকের বিরুদ্ধে কঠোর ভুমীকা রেখে দুর করেছেন মাদকের আঁখড়া,করোনার প্রাদুর্ভাবে সকল শ্রেনী পেশার মানুষের বাড়ি পৌছে দিয়েছেন চাউল ডাউল ও নৃত্যপ্রয়োজনীয় দ্রব্য।ওয়ার্ডের কোনো মানুষের কোনো সমস্যা হলে,ডাকার আগেই পান চেয়ারম্যান সাইফুল কে।এক কথায় গরীবের দেবতা হিসাবে পরিচিত গরিবের চেয়ারম্যান হিসাবে পরিচিত,চেয়ারম্যান তিনিই,আল্লাহ তাকে দির্ঘআয়ু করে দিক,ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নয়, সকল ওয়ার্ডে তার নিজস্ব অর্থায়নে সহযোগীতা করে গ্রামকে সহর ও ওয়ার্ডকে সহরে পরিনত করতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম।