বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা
- আপডেট টাইম : ১০:০০:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ জুন ২০২১
- / ২৩৬ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলার গৌরনদী উপজেলা প্লাটফরমের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটায় গৌরনদী সিসিডিবি’র হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তরসহ কয়েকটি সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্লাটফরমের সহসভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশের গৌরনদী পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, উপজেলা এনজিও ফোরামের সভাপতি প্রেমানন্দ ঘরামী, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, শ্রমিক নেতা মোঃ ফরিদ হোসেন প্রমুখ। একইদিন বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন ও করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ইয়ুথ ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।