ব্যক্তির রেকর্ডীয় জমিতে অন্য ইউনিয়নের বাসীন্দার ত্রাণের ঘর তোলার অভিযোগ ॥ অপসারন দাবি

- আপডেট টাইম : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ২৯৫ ৫০০০.০ বার পাঠক
কলাপাড়া, পটুয়াখালী রিপোর্টার॥
টিয়াখালীর ইটবাড়িয়া মৌজার বাসীন্দা সৈয়দ আলাউদ্দিনের রেকর্ডীয় জমিতে প্রধানমন্ত্রীর বরাদ্দের এক ভূমিহীনের ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। তাও ধানখালী ইউনিয়নের মোঃ সোহেল হাওলাদারকে এমন একটি ঘর গায়ের জোরে তুলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে ইটবাড়িয়া মৌজার বিএস ৬৮৪ নম্বর খতিয়ানের তার ভোগদখলীয় জমিতে সোহেল হাওলাদারকে একটি ত্রাণের ঘর তুলে দেয়া হয়েছে।
আলাউদ্দিন জানান, এই জমি নিয়ে আদালতে মামলা পর্যন্ত চলমান রয়েছে। কোন ধরনের স্বত্ত্ব না থাকা সত্ত্বেও শুধুমাত্র গায়ের জোরে এই ঘরটি তোলা হয়েছে।
আলাউদ্দিন আরও জানান, ধানখালী ইউনিয়নের ঘরের বরাদ্দের তালিকায় নাম রয়েছে সোহেল হাওলাদারের তাকে কীভাবে টিয়াখালীর ইটবাড়িয়া মৌজায় তাও আমার রেকর্ডীয় জমিতে ঘর তুলে দেয়া হলো। তিনি বিষয়টি নিষ্পত্তি এবং তোলা ঘরটি অপসারনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।