নবীনগর উপজেলা কালঘড়া গ্রামের সাবেক কৃতি ফুটবলারদের স্বরণে।
- আপডেট টাইম : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ৩৬৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর।। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলা কালঘড়া গ্রামের সাবেক কৃতি ফুটবলারদের স্বরণে ১১/০৬/২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এতিহ্যবাহী কালঘড়া ফুটবল খেলার মাঠে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্তজনাপূর্ণ খেলায় বিবাহিত একাদশকে ৪-১ গোলে হারিয়ে জয় লাভ করে অবিবাহিত ফুটবল একাদশ। উক্ত খেলায় বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।খেলায় বিবাহিত দলের অধিনায়ক আবদুল কাদির ও টিমম্যানাজার নাজমুল হুদা এবং অবিবাহিত দলের অধিনায়ক সাইরান সরকার ও টিমম্যানাজার ইয়াসিন মুন্সি।বিজয়ী দলকে ১০ হাজার টাকার সমমূল্যের ছাগল পুরস্কৃত করা হয়।খেলায় রেফারী দায়িত্ব পালন করেন কৃতী ফুটবলার নূরমোহাম্মদ।