আশুলিয়া থানার আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া প্রার্থী হাজি এম এ কালাম মাদবর
- আপডেট টাইম : ০২:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ৩৭৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নে আসন্ন ইউপি সদস্য পদপ্রার্থী হাজি এম এ কালাম মাদবর,সকলের দোয়াপ্রার্থী, তিনি সকল শ্রেনী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে,হতদরিদ্র মেহনতী মানুষদের পাশে দাঁড়িয়ে ইয়ারপুর ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে ১ নং ওয়ার্ডে রুপান্তরিত করার লক্ষে,ওয়ার্ডকে সুসংগঠিত করার জন্য নির্বাচন করতে ইচ্ছুক।ইতিমধ্যে ওয়ার্ডের উন্নয়ন মুলক কাজে অগনিত সহযোগিতা করেছেন।দুস্থ ছাত্র ছাত্রী অসুস্থ রুগি প্রতিবন্ধী বেকার যুবক,গৃহহীন,মসজিদ মাদরাসা মন্দির সহ সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যানে কাজ করে চলেছেন।তিনি তার ওয়ার্ডে হামিমের ৩ নং গেইট সংলগ্ন অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে,আবর্জনা দুরীকরন করার জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দিয়ে মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন।হাজি এম এ কালাম মাদবর বলেন,আমি নির্বাচন করতে ইচ্ছুক তবে আমার ইচ্ছায় নয়, জনগনের ইচ্ছাই আমার ইচ্ছা।আমি জনগনের সেবক হয়ে কাজ করতে চাই।আমি মানুষের ভালোবাসায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।আমি ওয়ার্ডে দালাল মুক্ত করতে চাই,মাদকের উপদ্রব থেকে যুবসমাজকে রক্ষা করতে চাই।বয়স্ক ভাতা বিদভা ভাঁতা মাতৃকালীন ভাতা,সরকার প্রদত্ত ঈদ উপহার, সরকারের সকল প্রকার উপহার সামগ্রী ন্যাজ্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার একমাত্র কাজ।আমার রাজনৈতিক বিষয় নিয়ে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ,অনুযোগ,বা পরামর্শ থাকে,তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন, আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।আমাকে যদি ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে যোগ্য ও পছন্দ মনে করেন,আপনারা আপনাদের হৃদয়ে আমাকে স্থান দিন।আগামী ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী বিবেচনা করতে ভুল করবেননা।মনে রাখবেন একজন সঠিক প্রার্থীই পারে সঠিক পথে যাত্রীদের গন্তব্যে পৌছে দিতে।আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একে অপরের সহযোগীতা করি,সুখী সুন্দর জীবন গড়ি।