ব্রাহ্মনবাড়ীয়া নবীনগরে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- আপডেট টাইম : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ৫২৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
সারা দেশের জেলা, উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ে মোট ৫৬০টি মডেল ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর মধ্যে মুজিববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ জুন) ৫০টি মডেল মসজিদ-সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহীমপুরে বেলা সোয়া ১১টার দিকে গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো দেশের জনগণের মধ্যে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমরা দেখেছি কিছু মানুষ কীভাবে ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ ছড়িয়েছে। কিছু মানুষ অন্যদের হত্যা করে এবং ঘৃণা ছড়িয়ে ইসলামের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।