২৭ বছর আগের হত্যা মামলা ॥ ১৮ আসামি আপিলে খালাস
- আপডেট টাইম : ০৯:১৪:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ৯ জুন ২০২১
- / ২৪২ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
নওগাঁর বদলগাছিতে ২৭ বছর আগের টগর হত্যা মামলার চূড়ান্ত রায়ে যাবজ্জীবন সাজার ১৮ আসামিকে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিচার চলার মধ্যেই মূল আসামি চিকিৎসক নুরুল ইসলামের মৃত্যু হওয়ায় তার নামও বাদ দেওয়া হয়েছে মামলা থেকে।
হাইকোর্টের রায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ বুধবার এই রায় দেয়।
রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তবে আসামিদের কোন যুক্তিতে খালাস দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত রায়ে তা জানা যায়নি।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ৩ জুলাই নওগাঁর কেশাই গ্ৰামে পুকুরে মাছের পোনা ছাড়া নিয়ে ঝগড়ার জেরে চিকিৎসক নুরুল ইসলাম তার লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। তাতে টগর নামে এক ব্যক্তি নিহত হন।
নওগাঁর জজ আদালত ২০০৫ সালের ১০ জুলাই এ মামলার রায়ে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি করে হাই কোর্ট ২০১১ সালের ২৮ নবেম্বর নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়; বাকি ১৮ জনের যাবজ্জীবন সাজা বহাল থাকে।
ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামিদের সবাইকে খালাস দিল।