গাজিপুর মহানগর ২ নং ওয়ার্ডে পুনরায় হুমকির মুখে আহত রহিদুল ইসলাম
- আপডেট টাইম : ০৯:০৩:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
গাজিপুর মহানগর ২ নং ওয়ার্ড কে এ সি শিল্প কারখানার পি এম রহিদুল ইসলামকে।পুনরায় হুমকি প্রদান করছেন সন্ত্রাসী বাহিনীরা।০৮/০৬/২০২১ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গণমাধ্যমকর্মীদের সামনে আহত রহিদুল ইসলাম বলেন।আমি এখন অচল মানুষ,পা অপারেশন করে বাসায় পঙ্গুত্ব বরণ করছি,সন্ত্রাসীদের আভাস পাওয়া যাচ্ছে, আমাকে ও আমার পরিবারকে যে কোনো সময়ে উঠিয়ে নিয়ে,জীবনে মেরে ফেলে দিবে।আমার জীবনের নিরাপর্ত্তা নাই,সন্ত্রাসীদের বিশ্বাস নাই ওরা যে কোনো সময়ে আমাকে মেরেই ফেলবে।আমার দলীয় নেতাকর্মী ভাই ব্রাদার আমাকে কেহই দেখছেননা।আমার কথায় কেহই কর্নপাত করছেন না।পুলিশ প্রশাসন বলির পাঠা হয়ে গেছে,চোঁখের সামনে আাসমীরা ঘুরছে,ফিরছে আসামী গ্রেফতার করার কোনো রকম নমুনা তাদের মধ্যে বিরাজ করছেননা।আমি কার কাছে বিচার চাইবো, কে আমার দুঃখ বুঝবে সারাটা জীবন মানুষের কল্যানে কাজ করেছি সেই মানুষেরাই আমাকে অবজ্ঞার স্তুুপে নিক্ষেপ করছে,গাজিপুর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমাকে দেখতে আসেনি আমার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিলনা,তারা আমার পরিবারের খোজ খবর নিলনা,আমি সকলের মঙ্গল কামনা করি।আল্লাহ দলীয় নেতাকর্মী সমর্থক ভাই বোন বন্ধুদের আপনি সুস্থ রাখুন, আমার মত পঙ্গুত্ব বরন করা থেকে সকলকে হেফাজত করুন।