ঠাকুরগাঁও প্রেসকাবের হলরুমে কেক কেটে“বিডি রয়টার্স”র আনুষ্ঠানিক উদ্বোধন
- আপডেট টাইম : ০৪:০২:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ২৪৪ ৫০০০.০ বার পাঠক
আব্দুল্লাহ্ আল সুমন বিশেষ প্রতিনিধি (ঠাকুরগাঁও): “দায়িত্বশীল সংবাদমাধ্যম” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অনলাইন নিউজ পোর্টাল বিডি রয়টার্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
০৪ জুন বিকেলে ঠাকুরগাঁও প্রেসকাবের হলরুমে কেক কেটে নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিডি রয়টার্স এর স্টাফ রিপোর্টার বিধান দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ এর ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভূট্টো, প্রেসকাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।
বিডি রয়টার্স এর জেলা প্রতিনিধি সুজন আলী’র ও স্টাফ রিপোর্টার বিধান দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিডি রয়টার্স বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন এবং পোর্টালটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।