ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তাদের স্যার ডাকতে বাধ্য নয়

নিজস্ব প্রতিবেদন।। সরকারি কর্মকর্তাদের সাংবাদিকরা স্যার বলে ডাকতে বাধ্য নন। কেননা স্যার একটি অতি সম্মানসূচক শব্দ। যে কেহ, যে কাউকে এটা সম্মোধন করতে পারে। তবে বিসিএস ক্যাডাররা নিজেকে ভিআইপি দাবি করে গণমাধ্যম কর্মীদেরকে কখনো (স্যার) বলতে বলবেন না। আপনি (আপনারা) প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং সমস্ত বিসিএস কর্মকর্তাদের কাছে আমার একটাই মেসেজ সাংবাদিকরা আপনাদের স্যার বলতে যাবেনা।

আপনারা হয়তো ভুলে গেছেন গত বছর মহামান্য আদালত বলেছিলেন, দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কেহ ভিআইপি নয়। আপনি বলছেন এ চেয়ারে অনেক কষ্ট করে বসতে হয়েছে। আমার প্রশ্ন হল সরকারকি আপনাকে ঐ চেয়ারটিতে বেতন ছাড়া বসিয়েছে ? লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছেন তো কি হয়েছে। স্বাক্ষর করে বড় বড় পুকুর চুরি তো আপনারাই করেন, তখন মনে থাকেনা সম্মানের কথা ?

দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গভীর রাতে অবৈধভাবে মোবাইলকোর্ট বসিয়ে সাংবাদিকদের সাজা প্রধান করলেই বিসিএস ক্যাডার তথা দায়িত্ববান অফিসার হওয়া যায়না। লেখাপড়া করলেই সাংবাদিকদের কাছে সম্মানিত হওয়া যায়না বা হতে পারেনা সবাই। ভিখারির মত সম্মান চেয়ে চেয়ে নিবেন না এবং বিসিএস ক্যাডার মর্যাদাটাকে পাড়ার পাতি ক্যাডারদের মত যেখানে সেখানে ব্যবহার করতে যাবেন না প্লীজ।

মনে রাখবেন, মান-সম্মান কখনো ক্ষমতা বা টাকা-পয়সা দিয়ে কেনা যায়না। তাকে অর্জন করতে হয় নিজের নৈতিকতা,শিষ্টতা পারিবারিক শিক্ষা ও আত্মসম্মান বোধ দিয়ে। সাংবাদিকরাও তো সাংবাদিকতা করছে লেখাপড়া করে। তাহলে আপনাদের কেন স্যার বলে সম্মােধন করতে হবে ? সুতরাং সাংবাদিকদের স্যার বলে সম্মােধন আপনারাই করুন,সাংবাদিকরা নয় ।

লেখক

  • সম্পাদক বোরহান হাওলাদার জসিম
আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তাদের স্যার ডাকতে বাধ্য নয়

আপডেট টাইম : ০৯:০৯:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদন।। সরকারি কর্মকর্তাদের সাংবাদিকরা স্যার বলে ডাকতে বাধ্য নন। কেননা স্যার একটি অতি সম্মানসূচক শব্দ। যে কেহ, যে কাউকে এটা সম্মোধন করতে পারে। তবে বিসিএস ক্যাডাররা নিজেকে ভিআইপি দাবি করে গণমাধ্যম কর্মীদেরকে কখনো (স্যার) বলতে বলবেন না। আপনি (আপনারা) প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং সমস্ত বিসিএস কর্মকর্তাদের কাছে আমার একটাই মেসেজ সাংবাদিকরা আপনাদের স্যার বলতে যাবেনা।

আপনারা হয়তো ভুলে গেছেন গত বছর মহামান্য আদালত বলেছিলেন, দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কেহ ভিআইপি নয়। আপনি বলছেন এ চেয়ারে অনেক কষ্ট করে বসতে হয়েছে। আমার প্রশ্ন হল সরকারকি আপনাকে ঐ চেয়ারটিতে বেতন ছাড়া বসিয়েছে ? লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছেন তো কি হয়েছে। স্বাক্ষর করে বড় বড় পুকুর চুরি তো আপনারাই করেন, তখন মনে থাকেনা সম্মানের কথা ?

দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গভীর রাতে অবৈধভাবে মোবাইলকোর্ট বসিয়ে সাংবাদিকদের সাজা প্রধান করলেই বিসিএস ক্যাডার তথা দায়িত্ববান অফিসার হওয়া যায়না। লেখাপড়া করলেই সাংবাদিকদের কাছে সম্মানিত হওয়া যায়না বা হতে পারেনা সবাই। ভিখারির মত সম্মান চেয়ে চেয়ে নিবেন না এবং বিসিএস ক্যাডার মর্যাদাটাকে পাড়ার পাতি ক্যাডারদের মত যেখানে সেখানে ব্যবহার করতে যাবেন না প্লীজ।

মনে রাখবেন, মান-সম্মান কখনো ক্ষমতা বা টাকা-পয়সা দিয়ে কেনা যায়না। তাকে অর্জন করতে হয় নিজের নৈতিকতা,শিষ্টতা পারিবারিক শিক্ষা ও আত্মসম্মান বোধ দিয়ে। সাংবাদিকরাও তো সাংবাদিকতা করছে লেখাপড়া করে। তাহলে আপনাদের কেন স্যার বলে সম্মােধন করতে হবে ? সুতরাং সাংবাদিকদের স্যার বলে সম্মােধন আপনারাই করুন,সাংবাদিকরা নয় ।

লেখক

  • সম্পাদক বোরহান হাওলাদার জসিম