ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়ামেনের হামলা চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০ ৩ মাসে সোনার দাম বেড়েছে ১৪ বার, যে কারণে বৃদ্ধি ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ঈদের তৃতীয় দিনে কেউ ঢাকায় ফিরছেন, আবার কেউ ছাড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’

গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তাদের স্যার ডাকতে বাধ্য নয়

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / ৪৪৩ ৫০০০.০ বার পাঠক

নিজস্ব প্রতিবেদন।। সরকারি কর্মকর্তাদের সাংবাদিকরা স্যার বলে ডাকতে বাধ্য নন। কেননা স্যার একটি অতি সম্মানসূচক শব্দ। যে কেহ, যে কাউকে এটা সম্মোধন করতে পারে। তবে বিসিএস ক্যাডাররা নিজেকে ভিআইপি দাবি করে গণমাধ্যম কর্মীদেরকে কখনো (স্যার) বলতে বলবেন না। আপনি (আপনারা) প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং সমস্ত বিসিএস কর্মকর্তাদের কাছে আমার একটাই মেসেজ সাংবাদিকরা আপনাদের স্যার বলতে যাবেনা।

আপনারা হয়তো ভুলে গেছেন গত বছর মহামান্য আদালত বলেছিলেন, দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কেহ ভিআইপি নয়। আপনি বলছেন এ চেয়ারে অনেক কষ্ট করে বসতে হয়েছে। আমার প্রশ্ন হল সরকারকি আপনাকে ঐ চেয়ারটিতে বেতন ছাড়া বসিয়েছে ? লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছেন তো কি হয়েছে। স্বাক্ষর করে বড় বড় পুকুর চুরি তো আপনারাই করেন, তখন মনে থাকেনা সম্মানের কথা ?

দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গভীর রাতে অবৈধভাবে মোবাইলকোর্ট বসিয়ে সাংবাদিকদের সাজা প্রধান করলেই বিসিএস ক্যাডার তথা দায়িত্ববান অফিসার হওয়া যায়না। লেখাপড়া করলেই সাংবাদিকদের কাছে সম্মানিত হওয়া যায়না বা হতে পারেনা সবাই। ভিখারির মত সম্মান চেয়ে চেয়ে নিবেন না এবং বিসিএস ক্যাডার মর্যাদাটাকে পাড়ার পাতি ক্যাডারদের মত যেখানে সেখানে ব্যবহার করতে যাবেন না প্লীজ।

মনে রাখবেন, মান-সম্মান কখনো ক্ষমতা বা টাকা-পয়সা দিয়ে কেনা যায়না। তাকে অর্জন করতে হয় নিজের নৈতিকতা,শিষ্টতা পারিবারিক শিক্ষা ও আত্মসম্মান বোধ দিয়ে। সাংবাদিকরাও তো সাংবাদিকতা করছে লেখাপড়া করে। তাহলে আপনাদের কেন স্যার বলে সম্মােধন করতে হবে ? সুতরাং সাংবাদিকদের স্যার বলে সম্মােধন আপনারাই করুন,সাংবাদিকরা নয় ।

লেখক

  • সম্পাদক বোরহান হাওলাদার জসিম
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তাদের স্যার ডাকতে বাধ্য নয়

আপডেট টাইম : ০৯:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদন।। সরকারি কর্মকর্তাদের সাংবাদিকরা স্যার বলে ডাকতে বাধ্য নন। কেননা স্যার একটি অতি সম্মানসূচক শব্দ। যে কেহ, যে কাউকে এটা সম্মোধন করতে পারে। তবে বিসিএস ক্যাডাররা নিজেকে ভিআইপি দাবি করে গণমাধ্যম কর্মীদেরকে কখনো (স্যার) বলতে বলবেন না। আপনি (আপনারা) প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং সমস্ত বিসিএস কর্মকর্তাদের কাছে আমার একটাই মেসেজ সাংবাদিকরা আপনাদের স্যার বলতে যাবেনা।

আপনারা হয়তো ভুলে গেছেন গত বছর মহামান্য আদালত বলেছিলেন, দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কেহ ভিআইপি নয়। আপনি বলছেন এ চেয়ারে অনেক কষ্ট করে বসতে হয়েছে। আমার প্রশ্ন হল সরকারকি আপনাকে ঐ চেয়ারটিতে বেতন ছাড়া বসিয়েছে ? লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছেন তো কি হয়েছে। স্বাক্ষর করে বড় বড় পুকুর চুরি তো আপনারাই করেন, তখন মনে থাকেনা সম্মানের কথা ?

দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গভীর রাতে অবৈধভাবে মোবাইলকোর্ট বসিয়ে সাংবাদিকদের সাজা প্রধান করলেই বিসিএস ক্যাডার তথা দায়িত্ববান অফিসার হওয়া যায়না। লেখাপড়া করলেই সাংবাদিকদের কাছে সম্মানিত হওয়া যায়না বা হতে পারেনা সবাই। ভিখারির মত সম্মান চেয়ে চেয়ে নিবেন না এবং বিসিএস ক্যাডার মর্যাদাটাকে পাড়ার পাতি ক্যাডারদের মত যেখানে সেখানে ব্যবহার করতে যাবেন না প্লীজ।

মনে রাখবেন, মান-সম্মান কখনো ক্ষমতা বা টাকা-পয়সা দিয়ে কেনা যায়না। তাকে অর্জন করতে হয় নিজের নৈতিকতা,শিষ্টতা পারিবারিক শিক্ষা ও আত্মসম্মান বোধ দিয়ে। সাংবাদিকরাও তো সাংবাদিকতা করছে লেখাপড়া করে। তাহলে আপনাদের কেন স্যার বলে সম্মােধন করতে হবে ? সুতরাং সাংবাদিকদের স্যার বলে সম্মােধন আপনারাই করুন,সাংবাদিকরা নয় ।

লেখক

  • সম্পাদক বোরহান হাওলাদার জসিম