সংবাদ শিরোনাম ::
কচুরী পানার কবলে দুই পাড়ের জনগন।

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৪৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ৩৪১ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার,নূর মোহাম্মদ শেখ (কাজল)কালীগঞ্জ গাজীপুর।।
গাজীপুর ও নরসিংদী দুই জেলার মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা শীত লক্ষা নদী । পূর্বতীরে নরসিংদী জেলার শিল্প নগরী পলাশ উপজেলা, ও পশ্চিম তীরে ঐতিহ্য বাহি কালীগঞ্জ উপজেলা। দীর্ঘ দিন যাবৎ উত্তরে চরসিন্দর ব্রিজ ও দক্ষিণে ঘোড়াশাল শহিদ ময়েজউদ্দিন সেতু পর্যন্ত নদী কচুরি পাবনার দখলে । এ কচুরি পানা ভেদ করে নৌজান চলাচল প্রায় অসম্ভব। নদী পারাপার নিয়ে জনসাধারণের ভোগান্তির শেষ নেই। তবু জীবন থেমে থাকেনা,প্রয়োজনের তাগিদে জীবন সংগ্রাম করে,নরসিংদির মানুষ গাজীপুর এবং গাজীপুরের মানুষ নরসিংদী যাতায়াতের জন্য নদী পারাপার হচ্ছে, এতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনাটা ঘটতে পারে ।
আরো খবর.......