মাদক সমস্যা নিরসনে প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে
- আপডেট টাইম : ০৩:২৩:১৩ অপরাহ্ণ, বুধবার, ২৬ মে ২০২১
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
জেলা প্রশাসক, নাটোর জেলা।।
বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) নীতি ঘোষণা করেছেন। সরকারের জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) নীতি বাস্তবায়নে মাদক সমস্যা নিরসনে প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে নাটোর জেলায় মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণ বিষয়ক গোলটেবিল সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন নাটোর জেলার জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ। তিনি আরো বলেন এক্ষেত্রে মাদক বিরোধী বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদেরকে তাদের কাজের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। সরকারের মাদকবিরোধী কর্মসূচীকে আরো গতিশীল করতে এবং নাটোর জেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে ড্রাগ অ্যাবিউজ রেজিসটেনস্ এন্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও) প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও লাইট হাউজ কনসোর্টিয়ামের আয়োজনে ২৪ মে ২০২১ সোমবার মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণ বিষয়ক একটি গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়। সভাটি জুমে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন এবং বক্তব্য প্রদান করেন নাটোর সদর উপজেলা নিবাহীর্ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলার সহকারি পরিচালক আলমগীর হোসেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউজের নির্বাহী পরিচালক মো: হারুন— অর —রশিদ।
সভায় নাটোর জেলায় বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন এমন ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকগন দাড়াও প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম, যে সমস্ত সফলতা এসেছে এগুলো তাদের সংবাদের মাধ্যমে তুলে ধরা, এর মাধ্যমে স্থানীয় সরকারের মাদক বিরোধী কার্যক্রমে বাজেট বরাদ্দ এবং জনসচতেনতা বৃদ্ধিমুলক প্রোগ্রাম আয়োজন নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবেদন প্রকাশের বিষয়ে গুরুত্ব প্রদান করেন। সভায় প্রকল্পের কার্যক্রম ও মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সচিত্র উপস্থাপনা করেন দাড়াও প্রকল্পের মনিটরিং,ইভালুয়েশন এবং লানিং কোর্ডিনেটর সুব্রত কুমার পাল। উক্ত অনলাইনে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের দাড়াও প্রকল্পের এডভোকেসি অফিসার উম্মে জান্নাত।
সভায় মুক্ত আলোচনা পর্বে সভার অতিথিগন এবং আয়োজক সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইট (পার) কর্মসূচীর চিফ অব পার্টি মাইনুদ্দিন আহমেদ,সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সুলতানা চাদ এবং এনএসকেএস নাটোরের নির্বাহী পরিচালক ডিএম আলম। পরিশেষে সভার সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের বক্তব্যের মধ্যে দিয়ে সভা সমাপ্তি হয়।
উল্লেখ্য ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘ ৩১ বছর যাবৎ মাদকবিরোধী প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এই প্রতিরোধ কার্যক্রমের ধারাবাহিকতায় ইউএসএআইডি এবং সিএফডিও—এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কতৃর্ক বাস্তবায়নাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় ড্রাগ অ্যাবিউজ রেজিসটেনস্ এন্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও) প্রকল্পটি ২০১৯ সাল থেকে রাজশাহী ও নাটোর জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে লাইট হাউস কনসোটিয়াম—যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা আহ্ছানিয়া মিশন, লাইট হাউস, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)— এবং নারী ও শিশু কল্যান সোসাইটি ।
উম্মে জান্নাত
সিনিয়র প্রোগ্রাম অফিসার
ঢাকা আহ্ছানিয়া মিশন
০১৬৭৭৬৩৭৭৪১।