ঠাকুগাঁওয়ে শ্রমিক না পাওয়ায় গরিব কৃষকের ধান কেটে বাসায় তুলে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা
- আপডেট টাইম : ১০:৫১:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ মে ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ছাত্রদলের নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন কৃষকদের পাশে নারগুন ইউনিয়নে এক অসহায় কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে তার বাসায় তুলে দেন।ধান কাটার শ্রমিক না পাওয়ায় উপজেলার গরিব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। মঙ্গলবার (২৫ মার্চ) থেকে উপজেলার নারগুন ইউনিয়নের কৃষকের ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তারা।
ধান কাটতে আসা জেলা ছাত্ত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস বলেন, ‘এটা আহামরি কোনও বিষয় নয়। আমরা আদর্শিক রাজনীতি আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারণে। ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসা ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।’
পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম বাবু জানান, দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এটা চলমান থাকবে।
আরেক ছাত্রদল নেতা যুগ্মসাধারণ সম্পাদক রেজু সাংগঠনিক বলেন, এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজনীতি অর্থহীন।’
জমি থেকে ধান কাটায় অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা সহ ৩০ জন সেচ্ছাসেবী।
কৃষক জানান, ‘ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে বিশ্বাসই হচ্ছিল না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না সেখানে তারা শুধু পানি পান করানোর বিনিময়ে আমার দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে। এছাড়া ধান বাসায় পৌঁচ্ছায় দিয়েছে তারা। তাদের পাশে পাওয়ায় সত্যিই আমরা আনন্দিত।’
এসময় আর ও উপস্থিত ছিলেন সম্পাদক সুমন,সদস্য সচিব সৌরভ হালদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু,সদস্য সচিব আবু সায়ীদ,যুগ্ন-আহবায়ক হুমায়ুন কোভিদ সহ নারগুন ইউনিয়ন ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।