ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ বাডস এয়ার ২, বাডস এয়ার ২ নিও

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ৩০০ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।ঢাকা, ২৪ মে, ২০২১] তরুণদের নিজের জীবনযাত্রায় ট্রেন্ডসেট করার চেতনা এবং অন্যদের অনুপ্রাণিত করার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিন্যাটিং ইয়ালো’ এবং দারুণ দুইটি টিডব্লিউএস—‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। তারুণ্যের সাথে থাকার প্রত্যয়ে আজ এক অনলাইন অনুষ্ঠানে তরুণদের পছন্দের ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে।

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’— কে, যিনি সবার কাছে টেক রিভিউয়ার হিসেবে বহুল জনপ্রিয়। বর্তমান স্মার্টফোন বাজারে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮ প্রো এর ইল্যুমিনেটিং ইয়ালো ডিজাইনটি সংযোজিত হয়ে সবার মাঝে নতুন করে আলোড়ন তৈরি করেছে। এই অসাধারণ স্মার্টফোনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি প্যানটোন ‘কালার অব দ্য ইয়ার ২০২১’ থেকে উদ্ভুদ্ধ হয়ে তৈরি করা। তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই মাত্র ২৭,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিমিটেড এডিশনের এই স্মার্টফোনটি কেনার জন্য ক্লিকঃ  যঃঃঢ়ং://ৎবনৎধহফ.ষু/ইঁুথঘড়থিৎবধষসব৮চৎড়ওণ

পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ অসাধারণ সব ফিচারের দুর্দান্ত সমন্বয় নিয়ে বাজারে এলো রিয়েলমির দারুণ দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য মাত্র ৩,৯৯৯ টাকা। ২৫ মে সন্ধ্যা ৭টায় ইভ্যালিতে ৩০% ছাড়ে স্পেশাল প্রাইজে মাত্র ৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে রিয়েলমি বাডস এয়ার ২। সাথে আরো পেতে পারেন নগদে পেম্যান্ট করলে ১০%, বিকাশে ১২%, লংকা বাংলাতে ১২% পর্যন্ত ক্যাশব্যাক।

রিয়েলমি ৮ প্রো— ইল্যুমিনেটিং ইয়েলো নতুন সংস্করণটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এর অনবদ্য ডিজাইনের জন্য। এর ইন্টিগ্রেশন অব ফ্লুরোসেন্ট প্রযুক্তি এবং আল্ট্রা মডার্ন প্রসেসের জন্য কিছুক্ষণের জন্য আলোতে রাখার পর অন্ধকারে রিয়েলমি ৮ প্রো— ইল্যুমিনেটিং ইয়েলোর ব্যাকশেল আলোর আভা ছড়ায়। এই মডেলে উজ্জ্বল হলুদ রঙের ক্যামেরা মডিউল রয়েছে এবং এর পিছনের ‘ডেয়ার টু লিপ’ স্লোগানটি একই রঙে প্রিন্ট করা, যা স্মার্টফোনটিকে দিয়েছে খুবই প্রিমিয়াম একটি আউটলুক। একইসাথে, এর ৮.১ মিমি স্লিম বডি ডিভাইসটিকে আরো স্টাইলিশ করে তুলেছে।

এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরও আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অন্যদিকে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির কারণে রিয়েলমি বাডস এয়ার ২—এর ব্যবহারকারীরা পাবেন ২৫ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্লেব্যাক সুবিধা। স্পষ্ট শব্দ এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ৮৮ মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি সুবিধা যার ফলে গেমিংয়ের সময় নিরবচ্ছিন্নভাবে প্রতিটি সাউন্ড বিট শোনা যাবে। মাত্র দশ মিনিটের চার্জে প্রায় দুই ঘণ্টা প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিজট্যান্স ফিচার সম্বলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে।

একইসাথে, রিয়েলমি বাডস এয়ার ২ নিও দিবে ২৮ ঘণ্টা প্লেব্যাক সুবিধা। ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ এতে আছে কল করার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন সুবিধা। আরো আছে বেইজ বুস্ট ড্রাইভার, স্বয়ংক্রিয় কানেকশন এবং ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল সুবিধা।

ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের প্রথম প্রান্তিকে রিয়েলমি বাংলাদেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১—টিতে পরিণত হয়েছে। দেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সামনের দিনগুলোতে অত্যাধুনিক স্মার্টফোন এবং এআইওটি পণ্য নিয়ে আসতে বদ্ধপরিকর।রিয়েলমি:

ই—কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ—পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ বাডস এয়ার ২, বাডস এয়ার ২ নিও

আপডেট টাইম : ০৬:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।ঢাকা, ২৪ মে, ২০২১] তরুণদের নিজের জীবনযাত্রায় ট্রেন্ডসেট করার চেতনা এবং অন্যদের অনুপ্রাণিত করার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিন্যাটিং ইয়ালো’ এবং দারুণ দুইটি টিডব্লিউএস—‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। তারুণ্যের সাথে থাকার প্রত্যয়ে আজ এক অনলাইন অনুষ্ঠানে তরুণদের পছন্দের ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে।

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’— কে, যিনি সবার কাছে টেক রিভিউয়ার হিসেবে বহুল জনপ্রিয়। বর্তমান স্মার্টফোন বাজারে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮ প্রো এর ইল্যুমিনেটিং ইয়ালো ডিজাইনটি সংযোজিত হয়ে সবার মাঝে নতুন করে আলোড়ন তৈরি করেছে। এই অসাধারণ স্মার্টফোনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি প্যানটোন ‘কালার অব দ্য ইয়ার ২০২১’ থেকে উদ্ভুদ্ধ হয়ে তৈরি করা। তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই মাত্র ২৭,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিমিটেড এডিশনের এই স্মার্টফোনটি কেনার জন্য ক্লিকঃ  যঃঃঢ়ং://ৎবনৎধহফ.ষু/ইঁুথঘড়থিৎবধষসব৮চৎড়ওণ

পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ অসাধারণ সব ফিচারের দুর্দান্ত সমন্বয় নিয়ে বাজারে এলো রিয়েলমির দারুণ দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য মাত্র ৩,৯৯৯ টাকা। ২৫ মে সন্ধ্যা ৭টায় ইভ্যালিতে ৩০% ছাড়ে স্পেশাল প্রাইজে মাত্র ৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে রিয়েলমি বাডস এয়ার ২। সাথে আরো পেতে পারেন নগদে পেম্যান্ট করলে ১০%, বিকাশে ১২%, লংকা বাংলাতে ১২% পর্যন্ত ক্যাশব্যাক।

রিয়েলমি ৮ প্রো— ইল্যুমিনেটিং ইয়েলো নতুন সংস্করণটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এর অনবদ্য ডিজাইনের জন্য। এর ইন্টিগ্রেশন অব ফ্লুরোসেন্ট প্রযুক্তি এবং আল্ট্রা মডার্ন প্রসেসের জন্য কিছুক্ষণের জন্য আলোতে রাখার পর অন্ধকারে রিয়েলমি ৮ প্রো— ইল্যুমিনেটিং ইয়েলোর ব্যাকশেল আলোর আভা ছড়ায়। এই মডেলে উজ্জ্বল হলুদ রঙের ক্যামেরা মডিউল রয়েছে এবং এর পিছনের ‘ডেয়ার টু লিপ’ স্লোগানটি একই রঙে প্রিন্ট করা, যা স্মার্টফোনটিকে দিয়েছে খুবই প্রিমিয়াম একটি আউটলুক। একইসাথে, এর ৮.১ মিমি স্লিম বডি ডিভাইসটিকে আরো স্টাইলিশ করে তুলেছে।

এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরও আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অন্যদিকে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির কারণে রিয়েলমি বাডস এয়ার ২—এর ব্যবহারকারীরা পাবেন ২৫ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্লেব্যাক সুবিধা। স্পষ্ট শব্দ এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ৮৮ মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি সুবিধা যার ফলে গেমিংয়ের সময় নিরবচ্ছিন্নভাবে প্রতিটি সাউন্ড বিট শোনা যাবে। মাত্র দশ মিনিটের চার্জে প্রায় দুই ঘণ্টা প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিজট্যান্স ফিচার সম্বলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে।

একইসাথে, রিয়েলমি বাডস এয়ার ২ নিও দিবে ২৮ ঘণ্টা প্লেব্যাক সুবিধা। ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ এতে আছে কল করার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন সুবিধা। আরো আছে বেইজ বুস্ট ড্রাইভার, স্বয়ংক্রিয় কানেকশন এবং ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল সুবিধা।

ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের প্রথম প্রান্তিকে রিয়েলমি বাংলাদেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১—টিতে পরিণত হয়েছে। দেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সামনের দিনগুলোতে অত্যাধুনিক স্মার্টফোন এবং এআইওটি পণ্য নিয়ে আসতে বদ্ধপরিকর।রিয়েলমি:

ই—কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ—পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।