ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঘুসের টাকা নিতে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে বৈঠক গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মৃত সন্তান প্রসবে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় শীর্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন জেলা ও ইউনিয়ন নগরজুড়ে ছোট নেতার বড় পোস্টার ডা. বোরহানে অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩ থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ভূমি সেবা সহজিকরনে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে মাদারীপুর সদর এসিল্যান্ড হোসনে আরা তান্নি

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১২৭২ ৫০০০.০ বার পাঠক

মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।। 
ভূমি সেবা সহজীকরণে  সরকারের পক্ষ থেকে   ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। যাতে করে   সেবা প্রার্থীরা খুব সহজেই তাদের সেবা পেতে পারে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অধীনে আয়োজন করা হয় ইনোভেশন সুকেজিং নামে একটি প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলার এসি ল্যান্ডগন। গত ২২.০৫ ২০২১ তারিখে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রতিযোগিতায় কর্মকর্তারা  ভূমি সংক্রান্ত তাদের  নতুন উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন দেন। পরে ভূমি সচিব এর ফলাফল ঘোষণা করেন এবং প্রথম স্থান অধিকারী হিসেবে মাদারীপুর সদর উপজেলা এসিল্যান্ড  হোসনে আরা তান্নির নাম ঘোষণা করেন। মাদারীপুর সদর উপজেলা এসিল্যান্ড  জানান, তার তৈরিকৃত ইনোভেশনটি হল চান্দিনা ভিটি নবায়নে ডিজিটাল রেজিস্টার ব্যবহার এবং ক্যাম্পেইন।তিনি বলেন সেবাপ্রার্থীর দ্বারপ্রান্তে ভূমি সেবা পৌঁছানোর লক্ষ্যে চান্দিনা ভিটি নবায়নের ডিজিটাল রেজিস্টার ব্যবহার করে ক্যাম্প এর মাধ্যমে একদিনে একটি হাটের সকল চান্দিনা ভিটির লিজ নবায়ন করা যায়।

এই পদ্ধতিতে ডিজিটাল রেজিস্টারে সংরক্ষিত মোবাইল নম্বরে পূর্বেই লিজ নবায়নের তারিখ প্রদানসহ উল্লিখিত দিনে সর্বশেষ নবায়নের ডিসি আর এর  কপিসহ দোকানে উপস্থিত থাকতে বলা হয়। পরবর্তীতে ক্যাম্প বা অন স্পট আদায়ের দিনে ডিজিটাল রেজিস্ট্রারসহ সহকারী কমিশনার ভূমি উপস্থিতির মাধ্যমে চান্দিনা ভিটির নবায়ন করা যায়। এতে প্রচলিত পদ্ধতিতে প্রত্যেক চান্দিনা ভিটির অনুকূলে খোলা নথি বহনের প্রয়োজন নেই। পরবর্তীতে সংগৃহীত তথ্য গুলো কার্যালয়ে সংরক্ষিত চান্দিনা সংশ্লিষ্ট নথিতে স্থানান্তর করা হয়। তিনি আরো বলেন সেবা প্রার্থীদের সময় ও অর্থ হ্রাস  করা এবং ভূমি রাজস্ব আদায়  সহজীকরণ  ও ভূমি কর প্রদানে উৎসাহ বৃদ্ধি করা এর অন্যতম উদ্দেশ্য। এছাড়াও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগনও  এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি স্বাক্ষর ব্যতিরেকে ডিজিটাল রেজিস্ট্রারের অন্যান্য তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে চান্দিনা ভিটি নবায়নে উল্লেখযোগ্য সেবা প্রদান করতে পারে। তিনি আরো জানান ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে এই সেবা প্রদান সংযুক্ত হলে এই ডিজিটাল রেজিস্টার ব্যবহার করে দ্রুত তথ্য এন্ট্রি সহ  অন্যান্য সেবা প্রদান সহজ হবে। প্রতিযোগিতায় প্রথম হওয়ার বিষয়ে তিনি বলেন, এ অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, বরং পুরো মাদারীপুর জেলার এবং জেলার জনগণের। উল্লেখ্য,হোসনে আরা তান্নি  বিসিএস ৩৫ ব্যাচের  কর্মকর্তা।
মোঃ মাহামুদুল হাসান
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভূমি সেবা সহজিকরনে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে মাদারীপুর সদর এসিল্যান্ড হোসনে আরা তান্নি

আপডেট টাইম : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১

মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।। 
ভূমি সেবা সহজীকরণে  সরকারের পক্ষ থেকে   ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। যাতে করে   সেবা প্রার্থীরা খুব সহজেই তাদের সেবা পেতে পারে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অধীনে আয়োজন করা হয় ইনোভেশন সুকেজিং নামে একটি প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলার এসি ল্যান্ডগন। গত ২২.০৫ ২০২১ তারিখে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রতিযোগিতায় কর্মকর্তারা  ভূমি সংক্রান্ত তাদের  নতুন উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন দেন। পরে ভূমি সচিব এর ফলাফল ঘোষণা করেন এবং প্রথম স্থান অধিকারী হিসেবে মাদারীপুর সদর উপজেলা এসিল্যান্ড  হোসনে আরা তান্নির নাম ঘোষণা করেন। মাদারীপুর সদর উপজেলা এসিল্যান্ড  জানান, তার তৈরিকৃত ইনোভেশনটি হল চান্দিনা ভিটি নবায়নে ডিজিটাল রেজিস্টার ব্যবহার এবং ক্যাম্পেইন।তিনি বলেন সেবাপ্রার্থীর দ্বারপ্রান্তে ভূমি সেবা পৌঁছানোর লক্ষ্যে চান্দিনা ভিটি নবায়নের ডিজিটাল রেজিস্টার ব্যবহার করে ক্যাম্প এর মাধ্যমে একদিনে একটি হাটের সকল চান্দিনা ভিটির লিজ নবায়ন করা যায়।

এই পদ্ধতিতে ডিজিটাল রেজিস্টারে সংরক্ষিত মোবাইল নম্বরে পূর্বেই লিজ নবায়নের তারিখ প্রদানসহ উল্লিখিত দিনে সর্বশেষ নবায়নের ডিসি আর এর  কপিসহ দোকানে উপস্থিত থাকতে বলা হয়। পরবর্তীতে ক্যাম্প বা অন স্পট আদায়ের দিনে ডিজিটাল রেজিস্ট্রারসহ সহকারী কমিশনার ভূমি উপস্থিতির মাধ্যমে চান্দিনা ভিটির নবায়ন করা যায়। এতে প্রচলিত পদ্ধতিতে প্রত্যেক চান্দিনা ভিটির অনুকূলে খোলা নথি বহনের প্রয়োজন নেই। পরবর্তীতে সংগৃহীত তথ্য গুলো কার্যালয়ে সংরক্ষিত চান্দিনা সংশ্লিষ্ট নথিতে স্থানান্তর করা হয়। তিনি আরো বলেন সেবা প্রার্থীদের সময় ও অর্থ হ্রাস  করা এবং ভূমি রাজস্ব আদায়  সহজীকরণ  ও ভূমি কর প্রদানে উৎসাহ বৃদ্ধি করা এর অন্যতম উদ্দেশ্য। এছাড়াও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগনও  এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি স্বাক্ষর ব্যতিরেকে ডিজিটাল রেজিস্ট্রারের অন্যান্য তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে চান্দিনা ভিটি নবায়নে উল্লেখযোগ্য সেবা প্রদান করতে পারে। তিনি আরো জানান ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে এই সেবা প্রদান সংযুক্ত হলে এই ডিজিটাল রেজিস্টার ব্যবহার করে দ্রুত তথ্য এন্ট্রি সহ  অন্যান্য সেবা প্রদান সহজ হবে। প্রতিযোগিতায় প্রথম হওয়ার বিষয়ে তিনি বলেন, এ অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, বরং পুরো মাদারীপুর জেলার এবং জেলার জনগণের। উল্লেখ্য,হোসনে আরা তান্নি  বিসিএস ৩৫ ব্যাচের  কর্মকর্তা।
মোঃ মাহামুদুল হাসান