ভূমি সেবা সহজিকরনে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে মাদারীপুর সদর এসিল্যান্ড হোসনে আরা তান্নি

- আপডেট টাইম : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৩২২ ১৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।
ভূমি সেবা সহজীকরণে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। যাতে করে সেবা প্রার্থীরা খুব সহজেই তাদের সেবা পেতে পারে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অধীনে আয়োজন করা হয় ইনোভেশন সুকেজিং নামে একটি প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলার এসি ল্যান্ডগন। গত ২২.০৫ ২০২১ তারিখে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কর্মকর্তারা ভূমি সংক্রান্ত তাদের নতুন উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন দেন। পরে ভূমি সচিব এর ফলাফল ঘোষণা করেন এবং প্রথম স্থান অধিকারী হিসেবে মাদারীপুর সদর উপজেলা এসিল্যান্ড হোসনে আরা তান্নির নাম ঘোষণা করেন। মাদারীপুর সদর উপজেলা এসিল্যান্ড জানান, তার তৈরিকৃত ইনোভেশনটি হল চান্দিনা ভিটি নবায়নে ডিজিটাল রেজিস্টার ব্যবহার এবং ক্যাম্পেইন।তিনি বলেন সেবাপ্রার্থীর দ্বারপ্রান্তে ভূমি সেবা পৌঁছানোর লক্ষ্যে চান্দিনা ভিটি নবায়নের ডিজিটাল রেজিস্টার ব্যবহার করে ক্যাম্প এর মাধ্যমে একদিনে একটি হাটের সকল চান্দিনা ভিটির লিজ নবায়ন করা যায়।