সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটের পাটগ্রামে ভুট্রার ক্ষেত থেকে এক নবজাত মেয়ে শিশু উদ্ধার

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ৩২২ ৫০০০.০ বার পাঠক
এস এম আলতাফ হোসাইন লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা মুন্সীরহাট এলাকার একটি ভুট্টার ক্ষেত থেকে এক নবজাতক (মেয়ে) উদ্ধার করা হয়েছে।। পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এক মহিলার জিম্মায় দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় শুক্রবার (২১ মে) সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকার একটি ভুট্টার ক্ষেতে পড়ে থাকা ওই নবজাতককে প্রথম দেখতে পায় এলাকাব মিনা বেগম নামে এক মহিলা।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মিনা বেগম নামে ওই মহিলা ভুট্টা ক্ষেতে গরু বাঁধতে গেলে বাচ্চার কান্না শুনতে পায়। পরে তিনি কাছে গিয়ে নবজাতককে (মেয়ে) উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন । পুলিশ খবর পেয়ে ওই মহিলার কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নবজাতককে ওই মহিলার জিম্মায় দেয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত এলে সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছেন।
আরো খবর.......