ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
বরিশালে দুই মাস পর খুলে দেওয়া হলো খলিলের মাংসের দোকান সুনামগঞ্জের জগন্নাথপুরে চোরাইকৃত মিশুকের যন্ত্রাংশ উদ্ধার,তিন গাড়ি চোর গ্রেফতার ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইবি ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন জুতার দোকানের কর্মচারী রাস্তাতে ধরে মাদক মামলায় ফাসালেন পুলিশ অভিযোগ করেন ফরিদ এই মাসে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত আবহাওয়া অফিসের রাজধানীর যেসব এলাকায় বসবে কুরবানির হাট এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানরা অবৈধ সম্পদ বেশি অপকর্ম ঢাকতে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরাইল ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের হাতে তুলে ধরা হল ছাতা গুলোকজ, তোয়ালে জামালপুরে নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ বাড়ছে

মাগুরা মহম্মদপুরের কৃষকেরা পার করছে এখন ব্যাস্ত সময়

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুরে পুরো অঞ্চল  জুড়ে শুরু হচ্ছে পুরোদমে ইরি,বোরোধান কাটা। ধান কাটতে পুরো প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক। প্রস্তুতি হিসেবে কেউ কিনেছেন নতুন কাস্তে। আবার কেউ পুরাতন কাস্তে দিচ্ছে ধার। কৃষক কৃষি শ্রমিক এই মুহুর্তে ছুটছেন কামারের কাছে। তাই নতুন কাস্তে তৈরি ও পুরাতন কাস্তে ধার দিতে মহাব্যাস্ত হয়ে পরেছে মাগুরা মহম্মদপুরের কামারেরা। গত শুক্রবার (২৩এপ্রিল) বিকেলে খালিয়ার হাটে কাস্তে ধার কাটাতে আসা কবির হোসেন  নামের এক কৃষক শ্রমিক  এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাঁচির ধার  ক্ষয়ে গেছে। ১/২ দিনের ভিতর কাস্তে ধার কাটা শুরু হবি। জন দিয়ে এবং নিজে সাথে থেকে ধান কাটতে হবে। তাই ৩ ঘন্টা বসে থেকে পুরনো  কাঁচির ধার কাটাইয়া নিলাম।  জাহিদ নামে আর এক কৃষক জানান,যে কামলা বেশি ধান কাটতে পারবে তার চাহিদা ততো বেশি। তাই আমি ভালো দেইখা নতুন কাচি কিনলাম এবং পুরাতন গুলো ধার দিয়ে নিলাম। মহম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামের রহিম নামের এক কৃষক বলেন, পুরোনো কাচিতে ধার কাটাতে কামারের কাছে আইছি। কিন্তু সিরিয়াল  পাইত্যাচিনা। অনেকের অভিযোগ এ সুযোগে কামাররা বেশি টাকা আদায় করছে। এই ব্যাপারে মহম্মদপুরের খালিয়া গ্রামের বাজারের এক কামার জানান, এই সময়টাতে গারস্থরা কম বেশি সবাই কাচি কেনে এবং ধার কাটায়।  এই মুহুর্তে খুব বেশি কাজের চাপ এবং কাজও বেশি তাই দাম বেশি নিচ্ছি না।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

বরিশালে দুই মাস পর খুলে দেওয়া হলো খলিলের মাংসের দোকান

মাগুরা মহম্মদপুরের কৃষকেরা পার করছে এখন ব্যাস্ত সময়

আপডেট টাইম : ০৫:৩৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুরে পুরো অঞ্চল  জুড়ে শুরু হচ্ছে পুরোদমে ইরি,বোরোধান কাটা। ধান কাটতে পুরো প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক। প্রস্তুতি হিসেবে কেউ কিনেছেন নতুন কাস্তে। আবার কেউ পুরাতন কাস্তে দিচ্ছে ধার। কৃষক কৃষি শ্রমিক এই মুহুর্তে ছুটছেন কামারের কাছে। তাই নতুন কাস্তে তৈরি ও পুরাতন কাস্তে ধার দিতে মহাব্যাস্ত হয়ে পরেছে মাগুরা মহম্মদপুরের কামারেরা। গত শুক্রবার (২৩এপ্রিল) বিকেলে খালিয়ার হাটে কাস্তে ধার কাটাতে আসা কবির হোসেন  নামের এক কৃষক শ্রমিক  এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাঁচির ধার  ক্ষয়ে গেছে। ১/২ দিনের ভিতর কাস্তে ধার কাটা শুরু হবি। জন দিয়ে এবং নিজে সাথে থেকে ধান কাটতে হবে। তাই ৩ ঘন্টা বসে থেকে পুরনো  কাঁচির ধার কাটাইয়া নিলাম।  জাহিদ নামে আর এক কৃষক জানান,যে কামলা বেশি ধান কাটতে পারবে তার চাহিদা ততো বেশি। তাই আমি ভালো দেইখা নতুন কাচি কিনলাম এবং পুরাতন গুলো ধার দিয়ে নিলাম। মহম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামের রহিম নামের এক কৃষক বলেন, পুরোনো কাচিতে ধার কাটাতে কামারের কাছে আইছি। কিন্তু সিরিয়াল  পাইত্যাচিনা। অনেকের অভিযোগ এ সুযোগে কামাররা বেশি টাকা আদায় করছে। এই ব্যাপারে মহম্মদপুরের খালিয়া গ্রামের বাজারের এক কামার জানান, এই সময়টাতে গারস্থরা কম বেশি সবাই কাচি কেনে এবং ধার কাটায়।  এই মুহুর্তে খুব বেশি কাজের চাপ এবং কাজও বেশি তাই দাম বেশি নিচ্ছি না।