সোশ্যাল মিডিয়ায় টাইম দিতে না হলে আমি অনেক ইউজফুল কাজ করতে পারতাম

- আপডেট টাইম : ০২:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ১ ১৫০০০.০ বার পাঠক
মুশকিল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেয়া টাইমে শুধু সময় যায় যে তা না মেজাজটাও যায় বিলা হয়ে। কিছু মানুষের কাজই হচ্ছে অন্যকে ইরিটেইট করা। দুনিয়াতে কতো কিসিমের মানুষ আছে ভাবতেই অবাক লাগে। তবে আমি হোলসেল ব্লক দেই মাঝে মাঝে উৎপাত কমে। আবার শুরু হয়। মনের শান্তি যদি রাখতে চান ফেইসবুকে বা ইউটিউবে কমেন্ট বক্স চেক করবেন। কমেন্ট দেখে দেখে ব্লক দিতেই থাকবেন। শুধু ওই প্রোফাইল না, আরেকটা অপশন আছে ব্লক করার ” নিউ প্রোফাইল দে মে ক্রিয়েট” সেটাও ব্লক দিবেন। মানে ওর আগামী যেকোন প্রোফাইল আপনি ব্লক দিয়ে দিলেন। ওর কম্পিউটার মোবাইল থেকে খোলা আর কোন প্রোফাইল দিয়েই আর আপনাকে বিরক্ত করতে পারবে না। কয়েক লাখ জা /উড়া তো থাকবেই একটা দেশে। ডেইলি একশো করে ব্লক দিবেন। সব ঠান্ডা হয়ে যাবে।
কিছু কমেন্টের উত্তর দিবেন। এমন উত্তর দিবেন যেন উত্তর দেখে নিজেই কমেন্ট মুছে ভাগে। কমেন্টের উত্তর কী দিবেন সেটা আমার রিপ্লাইগুলো দেখে শিখে নিতে পারেন। ইট মারলে আপনি যেন পাটকেল মার্তে পারেন সেটা মাথায় রাখবেন।
ফ্রি টিপস দিলাম।