ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
সোশ্যাল মিডিয়ায় টাইম দিতে না হলে আমি অনেক ইউজফুল কাজ করতে পারতাম রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি পরিবারসহ অধরা পাপন নাজমুল হাসান পাপন দি চায়না পার্ক রেস্টুরেন্ট চিটাগাংরোড নারায়ণগঞ্জ আগুলিয়ায় ফেক হোয়াটসঅ্যাপ আইডি ও বিকাশ নম্বর ব্যবহার করে হয়রানির অভিযোগ চন্দ্রগঞ্জ থানা জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কাশিমপুরে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘হানিফ সরিষার তৈল

দি চায়না পার্ক রেস্টুরেন্ট চিটাগাংরোড নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০৬:২২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৩ ১৫০০০.০ বার পাঠক

উদয় জনকল্যাণ সংস্থার সৌজন্যে
“উদয়ন কাব্য সন্ধ্যা-২০২৫” অনুষ্ঠিত হয় উক্ত সাহিত্য উৎসবে আমার লেখা কবিতা:
“ছাত্র জনতা লড়ছে” শিরোনামে উদয়ন ষষ্ঠ সংখ্যা ২০২৫ স্থান করে নেয় এবং লেখক কবি কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয় । এটি আমার ৬ষ্ঠ ও বৃহৎ কোনো স্বীকৃতি । টেকসই জ্ঞান ভিত্তিক সমাজ, উন্নতজাতি ও আলোকিত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ কে আরোও বেগবান করতে চাই । বর্তমান আমাদের পাঠাগার এর অবকাঠামোগত সমস্যায় ভূগছে এ সমস্যা নিরসনে সবার সহযোগিতা চাই।

বইয়ের প্রচার ও প্রসারে আমরা সব-সময় কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ। লক্ষ্য শুধু একটাই- পৃথিবী বইয়ের হবে।

আমাদের এই চলার পথে উদয় জনকল্যাণ সংস্থার এই অংশীদারিত্ব এবং সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে। উপকৃত হবে পাঠকরা। প্রসার হবে জ্ঞানের। তৈরি হবে নতুন পাঠক ও লেখক। হাজার ফুলের সৌরতে শত কাব্যের ছন্দে,উদয়ের সুনাম ছড়িয়ে পড়ুক জনপদ হইতে দেশানন্তরে সৃষ্টির উল্লাসে মানব কল্যাণে।

কবিতা আবৃতি এবং বই পড়া মানুষ’কে বিনয়ী ও ভদ্র করে বই হলো মানুষের জ্ঞানের আধার বই হল মানুষের সর্বোৎকৃষ্ট সাথী চলার পথে বই আলো দিশারী হয়ে পথ দেখায়।
এই বৃহৎ, মহৎ ও চমৎকার আয়োজনে বিশিষ্ট সমাজসেবক ও উদয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি জনাব আলমগীর হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আমি শাহাদাত হোসেন খাঁন!

প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক সেলিম, বিশেষ অতিথি * জনাব জি এম ইলিয়াস হাসান ম্যানেজিং ডিরেক্টর আলিফ বয়লার কোম্পানি লিমিটেড, প্রধান আলোচক জনাব কাজী সাঈদ সিনিয়র নিউজ প্রেজেন্টার, বাংলা টিভি। জনাব মোঃ মুজাহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোঃ মেজবাউল হোসাইন সিনিয়র যুগ্ন সম্পাদক ।জনাব মোঃ আলাউদ্দিন উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার সলিমুল্লা দুলাল সিনিয়র সহসভাপতি।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম সাহেব জনাব সেলিম সেলিম উদ্দিন উপদেষ্টা কবি এস আই আজাদ উপস্থাপনায় আইএফএম সেলিম সাধারণ সম্পাদক উদয় কল্যাণ সংস্থা। ও কবি আবৃত্তিকার তসলিমা আক্তার উপস্থাপিকা রনি আক্তার আক্তার সহ সারাদেশ হতে আগত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক কর্মী গণ ।।
– সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দি চায়না পার্ক রেস্টুরেন্ট চিটাগাংরোড নারায়ণগঞ্জ

আপডেট টাইম : ০৬:২২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

উদয় জনকল্যাণ সংস্থার সৌজন্যে
“উদয়ন কাব্য সন্ধ্যা-২০২৫” অনুষ্ঠিত হয় উক্ত সাহিত্য উৎসবে আমার লেখা কবিতা:
“ছাত্র জনতা লড়ছে” শিরোনামে উদয়ন ষষ্ঠ সংখ্যা ২০২৫ স্থান করে নেয় এবং লেখক কবি কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয় । এটি আমার ৬ষ্ঠ ও বৃহৎ কোনো স্বীকৃতি । টেকসই জ্ঞান ভিত্তিক সমাজ, উন্নতজাতি ও আলোকিত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ কে আরোও বেগবান করতে চাই । বর্তমান আমাদের পাঠাগার এর অবকাঠামোগত সমস্যায় ভূগছে এ সমস্যা নিরসনে সবার সহযোগিতা চাই।

বইয়ের প্রচার ও প্রসারে আমরা সব-সময় কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ। লক্ষ্য শুধু একটাই- পৃথিবী বইয়ের হবে।

আমাদের এই চলার পথে উদয় জনকল্যাণ সংস্থার এই অংশীদারিত্ব এবং সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে। উপকৃত হবে পাঠকরা। প্রসার হবে জ্ঞানের। তৈরি হবে নতুন পাঠক ও লেখক। হাজার ফুলের সৌরতে শত কাব্যের ছন্দে,উদয়ের সুনাম ছড়িয়ে পড়ুক জনপদ হইতে দেশানন্তরে সৃষ্টির উল্লাসে মানব কল্যাণে।

কবিতা আবৃতি এবং বই পড়া মানুষ’কে বিনয়ী ও ভদ্র করে বই হলো মানুষের জ্ঞানের আধার বই হল মানুষের সর্বোৎকৃষ্ট সাথী চলার পথে বই আলো দিশারী হয়ে পথ দেখায়।
এই বৃহৎ, মহৎ ও চমৎকার আয়োজনে বিশিষ্ট সমাজসেবক ও উদয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি জনাব আলমগীর হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আমি শাহাদাত হোসেন খাঁন!

প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক সেলিম, বিশেষ অতিথি * জনাব জি এম ইলিয়াস হাসান ম্যানেজিং ডিরেক্টর আলিফ বয়লার কোম্পানি লিমিটেড, প্রধান আলোচক জনাব কাজী সাঈদ সিনিয়র নিউজ প্রেজেন্টার, বাংলা টিভি। জনাব মোঃ মুজাহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোঃ মেজবাউল হোসাইন সিনিয়র যুগ্ন সম্পাদক ।জনাব মোঃ আলাউদ্দিন উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার সলিমুল্লা দুলাল সিনিয়র সহসভাপতি।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম সাহেব জনাব সেলিম সেলিম উদ্দিন উপদেষ্টা কবি এস আই আজাদ উপস্থাপনায় আইএফএম সেলিম সাধারণ সম্পাদক উদয় কল্যাণ সংস্থা। ও কবি আবৃত্তিকার তসলিমা আক্তার উপস্থাপিকা রনি আক্তার আক্তার সহ সারাদেশ হতে আগত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক কর্মী গণ ।।
– সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।।