বাংলা নববর্ষ উপলক্ষে নাসিরনগর বিএনপির উদ্যোগে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৫:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় নাসিরনগর সরকারি কলেজ মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি এমএ হান্নান। খেলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল বনাম নাসিরনগর উপজেলা ছাত্রদল অংশগ্রহণ করে। উক্ত খেলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলকে ৯ উইকেটে হারিয়ে নাসিরনগর উপজেলা ছাত্রদল জয় লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুন আলী, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, সদর যুবদলের সভাপতি মুখলেছুর রহমান, কুন্ডা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক খান সহ আরো উপস্থিত ছিলেন এম এ বাক্কি, কে এম মহিউদ্দিন, জসিম, শাকিল, তন্ময়, কিবরিয়া, আল আমিন , মনির, মালেক, রাকিব, মান্না, রনি, সবুজ প্রমুখ।