ভৈরবে ভবানীপুর সুলাইমানপুর উচ্চ বিদয়ালয়ে বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০১:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে ভবানীপুর সুলাইমানপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ১০থেকে বিকেল পযন্ত বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী সুলায়মান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে
বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও শিক্ষার্থীরা বলেন অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয় মাঠ সাজানো হয়েছিল সুন্দর ভাবে। খেলাধুলা পাশাপাশি বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের পুরষ্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, ভৈরব উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী নুরল হক, বিশিষ্ট ব্যবসায়ী আঃ ছাক্তার, শ্রীনগর ইউনিয়ন ইউপি সদস্য মো.মেরাজ মিয়া,প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন,অত্র বিদ্যালয় অভিভাবক সদস্য সফিউল্লাহ রতন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,শিক্ষিকা বৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।