নাসিরনগরে যথার্থ মর্যাদায় বিজয় দিবস উদযাপন
- আপডেট টাইম : ০৬:৫১:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ২১ ৫০০০.০ বার পাঠক
নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
নাসিরনগর উপজেলা স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি পর আনুষ্ঠানিক ভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন,বিএনপি,প্রেসক্লাবসহ বিভিন্ন এনজিও, সামাজিক সাংস্কৃতি সংগঠন। আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ার,নাসিরনগর সরকারি কলেজেরঅধ্যক্ষ মোঃ রমজান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্বি,আব্দুল কাদের, রাফিজ মিয়া।