কাকাইলছেও হাইস্কুল সংলগ্ন গুচ্ছগ্রামে তালাবদ্ধ ঘরের দখল নিয়েছে ৭ পরিবার প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত
- আপডেট টাইম : ০৪:১২:০১ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৩ ৫০০০.০ বার পাঠক
কাকাইলছেও আব্দুল হেকিম ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন গুচ্ছগ্রামের তালাবদ্ধ ঘরের দখল নিয়েছে ৭ পরিবার। গতকাল বুধবার সকাল ১০ টায় কাকাইলছেও ইউপি সদস্য আজিজুর রহমান, আরজু মিয়ার নেতৃত্বে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের নির্দেশে সহকারী কমিশনার ( ভূমি) মুজিবুল ইসলামের সহযোগীতায় ও কাকাইলছেও ইউনিয়নেরর উপ সহকারী ভূমি কর্মকর্তা ( তহশিলদার) আবিদ আলীর নেতৃত্বে একই দিন বিকাল ৫ টায় দখলমুক্ত করেন।
এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেও হাজী আব্দুল হেকিম ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অদূরে ও কুশিয়ারার কালনী নদীর তীরে সাবেক প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ দ্বিতীয় ধাপে মোট- ৫১ ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে এলাকার ভূমিহীন ও গৃহহীনদের তালিকাভুক্ত করে প্রতিটি পরিবারকে একটি ঘর ও দুই শতক জায়গা রেজিষ্ট্রি করে দেয় সংশ্লিষ্ট প্রশাসন। প্রথমে তল্পিতল্পা সহ পরিবার সমূহ উল্লেখিত ঘরে আশ্রয় নেয়। কিছুদিন বসবাস করার পর বেশকিছু পরিবার তাদের ঘর তালাবদ্ধ করে কাজের সন্ধানে অন্যত্র চলে যায়। এদিকে বেশ কিছুদিন পূর্বে টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এলাকার নদী সমূহের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ওই সময় গুচ্ছগ্রামের ঘর সমূহ পানিতে তলিয়ে যায়। লোকজন গুচ্ছগ্রাম ছেড়ে এলাকার পরিত্যক্ত খাদ্য গুদামে আশ্রয় নেয়। এরই মধ্যে আরও কিছু পরিবার তাদের গুচ্ছগ্রামের ঘর তালাবদ্ধ করে কাজের সন্ধানে অন্যত্র চলে যায়। এরই মধ্যে মোট ১৩ ঘর তালাবদ্ধ অবস্হায় থাকে। এরা হল, লেকু সরকার ঘর নং- ০২, কাইয়ূম মিয়া নং- ০৪, সমীরণ সরকার নং- ৩৭, জয়কুমার শুক্লবৈদ্য নং- ৩৯, মুকুল সূত্রধর নং- ৪০, ভূষণ সূত্রধর নং- ৪১, নজরুল মিয়া নং- ২৯, আলী হায়দার নং- ০৬, তহিমুল মিয়া নং- ১৫, রজব চাঁন নং- ০৯, দুলাল মিয়া নং-, মহব্বত মিয়া নং-, মারুফ মিয়া নং-। এদিকে গতকাল বুধবার সকাল ১০ কাকাইলছেও ইউপি সদস্য আজিজুর রহমান, আরজু মিয়ার নেতৃত্বে গুচ্ছগ্রামের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে একই এলাকার ৭ টি পরিবারকে আশ্রয় দেয়। বিষয়টি এলাকায় চাওর হলে, দিনভর এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। তৎক্ষনাৎ এলাকার সংবাদ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। অপরদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের নির্দেশনায় ও সহকারী কমিশনার ( ভূমি) মুজিবুল ইসলামের সহযোগীতায়, কাকাইলছেও ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা ( তহশিলদার) আবিদ আলীর নেতৃত্বে একই দিন বিকাল ৫ টায় গুচ্ছগ্রামে দখল হওয়া ৭ পরিবারের কবল থেকে দখলমুক্ত করে পুনঃরায় তালাবদ্ধ করা হয়। ওই ৭ পরিবার হল, কাকাইলছেওয়ের চরহাটির বাসিন্দা
মৃত- আব্দুল কাদিরের পুত্র নূরুল হক (৪০) তকদির মিয়ার পুত্র হেসেন মিয়া (৩৫) হারিছ মিয়ার পুত্র মাহফুজ মিয়া (৪৭) মৃত- সামছু মিয়ার পুত্র তোফাজ্জল মিয়া (৪০) বেনু মিয়ার পুত্র আরিফ মিয়া (৩৫) রাজনগর গ্রামের আজগর মিয়ার পুত্র বাবুল মিয়া (২৫) ও অজ্ঞাত একজন।
ছবি-