বিএমপি কাউনিয়া থানার অভিযানে ৫৮০ গ্রাম গাজাঁসহ আটক ০২ জন
- আপডেট টাইম : ১০:০২:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ৪৩ ৫০০০.০ বার পাঠক
বিএমপি কাউনিয়া থানার এসআই/ আরাফাত রহমান হাসান , এএসআই (নিঃ)/ মোঃ ফারুক হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ কামরুল ইসলাম-২ গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৯-০৭-২০২৪ খ্রিঃ বিকেল ১৬.৩০ ঘটিকায় কাউনিয়া থানাধীন ০৩নং চরবাড়িয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কাগাশুরা সাকিনের নজির আহমেদ চৌকিদার বাড়ীর বারেক ফকিরের টিনসেড বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ রাকিব মাঝি(২৬), পিতা-মৃত কাঞ্চন মাঝি , মাতা-জেসমিন বেগম, সাং-কাগাশুরা, মাঝি বাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৩নং চরবাড়িয়া ইউনিয়ন, থানাঃ কাউনিয়া, জেলাঃবরিশাল, ০২। আব্দুল্লাহ(১৯), পিতাঃ আঃ বারেক ফকির, মাতাঃ হাওয়া বেগম, সাং- কাগাশুরা, চৌকিদার বাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৩নং চরবাড়িয়া ইউনিয়ন, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশালদের হেফাজত হতে ৫৮০ গ্রাম গাজাঁ উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।