ডিসকভার আইএসডি’- ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার অ্যাডমিশনস ইভেন্ট
- আপডেট টাইম : ০৫:৩১:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ৩৪৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঢাকা, ২৫ মার্চ, ২০২১] অভিভাবকদের জন্য আগামী ২৭ মার্চ দুপুরে অনলাইনে ‘ডিসকভার আইএসডি’ শীর্ষক
অ্যাডমিশন ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। অংশগ্রহণমূলক এ আয়োজনের
মাধ্যমে অভিভাবকরা আইএসডি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং এটি তাদের সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত
নিতে সহায়তা করবে।
ডিসকভার আইএসডি ইভেন্টটি অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক ব্যাকালরেট (আইবি), প্রাইমারি ইয়ারস প্রোগ্রাম
(পিওয়াইপি), মিডল ইয়ারস প্রোগ্রাম (এমওয়াইপি) এবং ডিপ্লোমা প্রোগ্রাম (ডিপি), এর পাঠ্যক্রম সম্পর্কেবুঝতে
সহায়তা করবে। অভিভাবকরা ক্যাম্পাসের ভার্চুয়াল ট্যুর নিতে পারবেন, অন্যান্য বাবা-মা, শিক্ষার্থী এবং
শিক্ষকদের কাছ থেকে আইএসডি সম্পর্কে তাদের অভিজ্ঞতা এবং ভর্তি পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
আইএসডি শিশুদের জন্য তৈরি এমন অসংখ্য কার্যক্রম পরিচালনা করে। এই আয়োজনের মাধ্যমে, অভিভাবকরা
এসব সম্পর্কে জানারও সুযোগ পাবেন। যার মধ্যে রয়েছে শিল্পকলা, সার্ভিস লার্নিং, উদ্ভাবন এবং ডিজাইন,
খেলাধুলা এবং কো-কারিকুলার প্রোগ্রাম । অনুষ্ঠান শেষে, অভিভাবকদের সকল প্রশ্নের উত্তর দেয়ার জন্য একটি
প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। অভিভাবকরা রংফনফ.ড়ৎম/ফরংপড়াবৎ-রংফ সাইটে গিয়ে এ আয়োজনে অংশগ্রহণের
জন্য নিবন্ধন করতে পারবেন।
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পরিচালক ড. কার্ট নর্ডনেস বলেন যে, ‘প্রতিটি শিশুই তার স্বাতন্ত্রেঅনন্য এবং একটি
সঠিক স্কুল তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সনÍানের জন্য সঠিক স্কুল বেছে নেওয়ার ব্যাপারে
বাবা-মায়েরা উদ্বিগ্ন হবেন এটাই স্বাভাবিক। আপনার সন্তাানের জন্য সেরা সিদ্ধান্তটি নিতে সহায়তা করতে
ডিসকভার আইএসডি’তে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।