গণপরিবহনের তুলনায় দূরপাল্লার যাত্রী কম
- আপডেট টাইম : ০৭:০৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১১২ ৫০০০.০ বার পাঠক
(ঈদে উপলক্ষ্যে) উত্তরের ২৭ জেলার প্রবেশদ্বার পথ গাজীপুর জেলার চন্দ্রা এলাকায় নাড়ির টানে ঘরমুখো মানুষের চাপ (৭ এপ্রিল) রবিবার পর্যন্ত কম থাকলেও গণপরিবহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য অনেকেই বাসের টিকিট সংগ্রহ করে যাত্রা করছেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার বাস কাউন্টার মাস্টার এবং বিভিন্ন গণপরিবহনের চালক সুপারভাইজার ও হেলপারদের সাথে যাত্রীরা বাসের ভাড়া নিয়ে দরদাম করছেন।
এদিকে যাত্রীদের সংখ্যা কম থাকায় গণপরিবহনের দীর্ঘ লাইন। তবে আগামীকাল (৮ এপ্রিল) সোমবার থেকেই যাত্রীদের ডল নামবে বলে জানান একাধিক গণপরিবহনের চালক কাউন্টার ম্যানেজার কাউন্টার মালিকেরা। দূরপাল্লার বাস কাউন্টার মালিকরা আরো জানান
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই দেশের উত্তরাঞ্চলের যাত্রীদের চাপ বাড়বে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ -২ এর মাধ্যমে জানা যায়, ঈদ যাত্রায় যানজট নিরসনে কারখানায় কর্মীদের তিন ধাপে ছুটি দেয়ার জন্য মানুষের ঈদ যাত্রায় যানজট নিরসনে কারখানা তিন ধাপে ছুটি দেয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে অনেক কারখানা ৫ এপ্রিল থেকে কর্মীদের বেতন বোনাস বিয়ে ছুটি দিয়েছেন। অন্যান্য কারখানাগুলো ৭,৮,৯ এপ্রিল ছুটি দেয়া হবে বলে জানা গেছে।
গণপরিবহনের একাধিক চালকরা জানান অন্যান্য বছর ঈদে উত্তরের যাত্রীদের একদিনেই পরিবহনে চাপ পরে। কিন্তু এই বছর ঈদ উপলক্ষ্যে কয়েক দিন ধরেই মানুষ দফায় দফায় যাচ্ছে বলে যাত্রীদের চাপ কম থাকলেও আগামী কাল থেকে অনেকাংশে বাড়বে।
নাও জোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন দৈনিক সময়ের কণ্ঠকে বলেন ঈদ যাত্রায় আমরা হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং যানজট নিরসন ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নিয়েছি এবং নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।