ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান লায়লা ও বাব্বির মিউজিক ভিডিও প্রেম করিবো সুজন চিনে নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক রায়পুরে ভোটারদের সাথে মতবিনিময় সভা বাবাদের কে উৎসর্গ করে নাইম মুর্তজার নতুন গান খোকা পীরগন্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জৈবসার প্রয়োগ করে জামালপুরে চিচিংগার বাম্পার ফলন বড় ভাইয়ের শাশুড়িকে ধর্ষণ কিশোরগঞ্জ জেলার ৬ষ্ঠ ধাপে করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওলাদের প্রত্যাহার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী সমর্থনে, অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করলেন কোলাঘাটে

লাভজনক হওয়ায় জামালপুর জেলার ৭টি উপজেলায় গমের চেয়ে ভূট্রার চাষ বেশি হয়

এক সময় জেলার সর্বত্র গম চাষ বেশি হতো। যে সব জমিতে গম চাষ করতো এখন সে জমি গুলোতে ভূট্রার চাষ হচ্ছে। এর কারণ অনুসন্ধান কালে জানাগেছে গমের চেয়ে ভূট্রা চাষে খরচ কম,দাম বেশি পাওয়ায় কৃষকরা ভূট্রা চাষে ঝুকে পড়েছে।

জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর, রায়ের চর,টেবির চর,তুলশীর চর,চর যথার্থপুর ও কাজ্বিায়ার চর গম চাষ সর্মৃদ্ধ এলাকা ছিলো। ব্যপক পরিমানে গম চাষ হতো। লক্ষির চর এলাকার কৃষক হাসেম(৪৮) সামাদ(৪২) এর সাথে কথা বললে তারা বলেন,আমরা ব্যপক ভাবে গম চাষ করতাম। গমের যে পরিমান ফলন হতো সে ভাবে দাম পাওয়া যায়না। তাছাড়া খরচ বেশি। যার জন্যে গমের পরিবর্তে ভূট্রা চাষ করছি। তারা আরো বলেন, ১বিঘা জমিতে গম চাষে খরচ হয় ১০ থেকে ১২হাজার টাকা। গম বিক্রি করে সর্বোচ্চ দাম পাওয়া যায় ২০ থেকে ২২হাজার টাকা। অন্যদিকে ভূট্রা চাষ করে দাম পাওয়া যায় ৩০ থেকে ৩২হাজার টাকা। যা অনেক লাভজনক।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় গম চাষ অনেকাংশে কমে গেছে। কিছু কিছু এলাকায় গম চাষ এখনও হচ্ছে তা সামান্য আকারে। এ ব্যপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,গম চাষের জন্য উদ্বুদ্ধকরন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দামের চেয়ে গম অপেক্ষা ভূট্রা লাভজনক। যার জন্যে কৃষকরা ভূট্রা চাষ বেশি করছে। ডাংধরা এলাকার ভূট্রা চাষী জানান, গমের চেয়ে ভূট্রার ফলন সবচেয়ে বিশি। দামও অনেক বেশি। যারজন্যে আমরা ভূট্রা চাষ করছি।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

লাভজনক হওয়ায় জামালপুর জেলার ৭টি উপজেলায় গমের চেয়ে ভূট্রার চাষ বেশি হয়

আপডেট টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৬ মার্চ ২০২৪

এক সময় জেলার সর্বত্র গম চাষ বেশি হতো। যে সব জমিতে গম চাষ করতো এখন সে জমি গুলোতে ভূট্রার চাষ হচ্ছে। এর কারণ অনুসন্ধান কালে জানাগেছে গমের চেয়ে ভূট্রা চাষে খরচ কম,দাম বেশি পাওয়ায় কৃষকরা ভূট্রা চাষে ঝুকে পড়েছে।

জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর, রায়ের চর,টেবির চর,তুলশীর চর,চর যথার্থপুর ও কাজ্বিায়ার চর গম চাষ সর্মৃদ্ধ এলাকা ছিলো। ব্যপক পরিমানে গম চাষ হতো। লক্ষির চর এলাকার কৃষক হাসেম(৪৮) সামাদ(৪২) এর সাথে কথা বললে তারা বলেন,আমরা ব্যপক ভাবে গম চাষ করতাম। গমের যে পরিমান ফলন হতো সে ভাবে দাম পাওয়া যায়না। তাছাড়া খরচ বেশি। যার জন্যে গমের পরিবর্তে ভূট্রা চাষ করছি। তারা আরো বলেন, ১বিঘা জমিতে গম চাষে খরচ হয় ১০ থেকে ১২হাজার টাকা। গম বিক্রি করে সর্বোচ্চ দাম পাওয়া যায় ২০ থেকে ২২হাজার টাকা। অন্যদিকে ভূট্রা চাষ করে দাম পাওয়া যায় ৩০ থেকে ৩২হাজার টাকা। যা অনেক লাভজনক।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় গম চাষ অনেকাংশে কমে গেছে। কিছু কিছু এলাকায় গম চাষ এখনও হচ্ছে তা সামান্য আকারে। এ ব্যপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,গম চাষের জন্য উদ্বুদ্ধকরন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দামের চেয়ে গম অপেক্ষা ভূট্রা লাভজনক। যার জন্যে কৃষকরা ভূট্রা চাষ বেশি করছে। ডাংধরা এলাকার ভূট্রা চাষী জানান, গমের চেয়ে ভূট্রার ফলন সবচেয়ে বিশি। দামও অনেক বেশি। যারজন্যে আমরা ভূট্রা চাষ করছি।