ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান লায়লা ও বাব্বির মিউজিক ভিডিও প্রেম করিবো সুজন চিনে নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক রায়পুরে ভোটারদের সাথে মতবিনিময় সভা বাবাদের কে উৎসর্গ করে নাইম মুর্তজার নতুন গান খোকা পীরগন্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জৈবসার প্রয়োগ করে জামালপুরে চিচিংগার বাম্পার ফলন বড় ভাইয়ের শাশুড়িকে ধর্ষণ কিশোরগঞ্জ জেলার ৬ষ্ঠ ধাপে করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওলাদের প্রত্যাহার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী সমর্থনে, অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করলেন কোলাঘাটে

আশুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধীতায় মেম্বার উজ্বল এর সন্ত্রাসী হামলায় হামলায় আহত (৩)

আশুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধীতায় মেম্বার উজ্বল গং এর সন্ত্রাসী হামলায় আহত (৩)জমি জমা সংক্রান্ত বিরোধীতায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এর অন্যতম সদস্য সাইদুর রহমান ও পার্শবর্তী আরো দুই জন এর হাত পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন মেম্বার উজ্বল গং।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আহত সাইদুর রহমান এর স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে (৫) জন কে আসামী করে একটি লিখত এজহার দায়ের করেন যাহার মামলা নং (৬৪)আসামী (১) মেম্বার উজ্বল (২) বিল্লাল(৩) মোসলেম(৪) মান্নান(৫) মোকসেদ আলী সহ অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জন।
আহত সাইদুর রহমান বলেন।
গত ২৩ শে ফেব্রুয়ারী শুক্রবার আইকপাড়া টু খাগান রোড আমার বাসা সংলগ্নে বসে ছিলাম।কোনো কিছু বুঝে ওঠার আগেই লোহার রড লাঠিসোঁটা জি আই পাইপ ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মেম্বার উজ্বল গং ৭,৮ জনের একটি বাহিনী নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করেন।এ সময় আমার আত্নচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে মুমুর্শ অবস্থায় আমাকে উদ্ধার করে।
সাইদুর ও পার্শবর্তী আহত আরো দুইজন কে উদ্ধার করে প্রথমে সাভার সরকারি হাসপাতাল ভর্তী করেন।সেখানে তাদের শরীরের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন।বর্তমানে তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাত পা ভাঙ্গা অবস্থায় চিকিৎসারত।মেম্বার উজ্বল এর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান যাহার ধারা সমূহ (১৪৩)(৪৪৭)(৩২৩)(৩০৭)(৩৮৫)(৩৮৭)(৫০৬)(১০৯) এই উজ্বল মেম্বারের বিরুদ্ধে বিগতদিনে এলাকাবাসীরা সম্মিলিত হয়ে ঝাড়ু মিছিল করেছিলো,, যেটা একাধিক মিডিয়ায় সম্প্রচার হয়।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

আশুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধীতায় মেম্বার উজ্বল এর সন্ত্রাসী হামলায় হামলায় আহত (৩)

আপডেট টাইম : ১১:১২:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

আশুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধীতায় মেম্বার উজ্বল গং এর সন্ত্রাসী হামলায় আহত (৩)জমি জমা সংক্রান্ত বিরোধীতায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এর অন্যতম সদস্য সাইদুর রহমান ও পার্শবর্তী আরো দুই জন এর হাত পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন মেম্বার উজ্বল গং।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আহত সাইদুর রহমান এর স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে (৫) জন কে আসামী করে একটি লিখত এজহার দায়ের করেন যাহার মামলা নং (৬৪)আসামী (১) মেম্বার উজ্বল (২) বিল্লাল(৩) মোসলেম(৪) মান্নান(৫) মোকসেদ আলী সহ অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জন।
আহত সাইদুর রহমান বলেন।
গত ২৩ শে ফেব্রুয়ারী শুক্রবার আইকপাড়া টু খাগান রোড আমার বাসা সংলগ্নে বসে ছিলাম।কোনো কিছু বুঝে ওঠার আগেই লোহার রড লাঠিসোঁটা জি আই পাইপ ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মেম্বার উজ্বল গং ৭,৮ জনের একটি বাহিনী নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করেন।এ সময় আমার আত্নচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে মুমুর্শ অবস্থায় আমাকে উদ্ধার করে।
সাইদুর ও পার্শবর্তী আহত আরো দুইজন কে উদ্ধার করে প্রথমে সাভার সরকারি হাসপাতাল ভর্তী করেন।সেখানে তাদের শরীরের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন।বর্তমানে তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাত পা ভাঙ্গা অবস্থায় চিকিৎসারত।মেম্বার উজ্বল এর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান যাহার ধারা সমূহ (১৪৩)(৪৪৭)(৩২৩)(৩০৭)(৩৮৫)(৩৮৭)(৫০৬)(১০৯) এই উজ্বল মেম্বারের বিরুদ্ধে বিগতদিনে এলাকাবাসীরা সম্মিলিত হয়ে ঝাড়ু মিছিল করেছিলো,, যেটা একাধিক মিডিয়ায় সম্প্রচার হয়।