সরকারি খাল থেকে বালু উত্তোলন করে সরকারি জায়গাতে বিল্ডিং নির্মাণ চালিয়ে যাচ্ছে রিফাত
- আপডেট টাইম : ১১:৫৭:০০ পূর্বাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১১০ ৫০০০.০ বার পাঠক
খবর নিয়ে জানা যায় কমলনগর উপজেলা হাজির হাট বাজারের মধ্যস্থানে জারি ধন নামে একটি খাল রয়েছে। রাতের আঁধারে সরকারের কোটি কোটি টাকার খাল দখল করে বালু উত্তোলন করেন নেন রিফাত, বিষয়টি সময়ের কণ্ঠ.প্রতিনিধির চোখে পড়লে সময়ের কন্ঠ প্রতিনিধি ঘটনাসস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে দেখা যাচ্ছে সরকারি খাল থেকে বালু উত্তোলন করে ,আবার ওই বালু দিয়ে সরকারি জায়গাতেই বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে রিফাত।
রিফাত হাজির হাট বাজার পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক। এর আগে ও সরকারি খাল দখল করে হাজির হাট বাজারের মধ্যস্থলে তিন তলা বিল্ডিং নির্মাণ করেন /৮/১২/২০২৩/তারিখে দিনে দুপুরে সরকারি খাল থেকে বালু উত্তোলন করার সময়, ঘটনাস্থলে সময়ের কণ্ঠের প্রতিনিধি উপস্থিত হন । বালু উত্তোলন কারী মিসিং আলা কে জিজ্ঞেস করলে তিনি বলেন রিফাতের নেতৃত্বে তাহারা বালু তোলেন।
বিষয়টি উপজেলা ইউনু মহোদয় কে, অবগত করলে তিনি বলেন দোষ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।