ভারতের রপ্তানি বন্ধের খবরে- দাম বাড়লো পেয়াজের প্রতি কেজি ২০০ ছাড়িয়েছে

- আপডেট টাইম : ০৬:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৫০ ৫০০০.০ বার পাঠক
আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কাঁচাবাজার এলাকা ঘুরে পেঁয়াজের দাম বৃদ্ধির খবর জানা গেছে, এলাকায় বর্তমান প্রেক্ষাপটে প্রতি কেজি পেঁয়াজ ২০০ ছড়িয়েছে, বিপাকে পড়েছে সাধারন ক্রেতারা ।
২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত— এমন খবর গণমাধ্যমে আসতে না আসতেই দেশের বাজারে আবারও বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। শুক্রবার (৮ ডিসেম্বর) দেওয়া এক আদেশে রপ্তানি বন্ধের খবর জানায় ভারত। তবে এই সিদ্ধান্ত আসার ১২ ঘণ্টার মধ্যেই এক লাফে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে পেঁয়াজের।
জানা গেছে, শুক্রবার সকালেই উপজেলা কাঁচা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি পর্যন্ত, যা গত সপ্তাহেও ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। এছাড়াও পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা করে। তবে সন্ধ্যার পরই পাল্টে যায় পেঁয়াজের বাজারের দৃশ্যপট। বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা দরে।