নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট টাইম : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস পালন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি আর ডি বি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আবুল হাসেম। আলোচনা শেষে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।