কাশিমপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে
- আপডেট টাইম : ০৫:১৫:২৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৮৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৬ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিট্টেট লাকি রানী দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ৪ শতাধিক অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এছাড়াও বিপুল পরিমাণ অবৈধ চুলা,পাইপ,রাইজার খুলে নেয়া হয়।উক্ত অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান,জিএমপি কাশিমপুর থানাধীন এনায়েতপুর আবেদ আলী মার্কেট এলাকায় এই নিয়ে প্রায় ১০বার অবৈধ গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে। নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের কর্মকর্তা ও কর্মচারী সহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।