সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন
- আপডেট টাইম : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে আশুলিয়ার নবীনগর একালায় একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক,মুহাম্মদ সাইফুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন খানসহ অনেকে।
ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনেএমপি মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আজ থেকে ৭৬ বছর আগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলো করে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি বর্তমান আওয়ামী লীগের সফল সভাপতি এবং সফল প্রধানমন্ত্রী।সবশেষে তিনি জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে সবার কাছে শুভকামনা দোয়া চান। এবং দেশ, দেশের মানুষ ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।