ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয়

রাজধানী’র খিলগাঁও থানায় আগে জিডি পরে পরিকল্পিত মামলা করে ভুক্তভোগীদ্বয় গোলাম কিবরিয়ার ও সাইফুল উপর হামলা অভিযোগ করেন 

দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান ক্রাইম রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ২০৩ ৫০০০.০ বার পাঠক

গত ১৮/০৯/২০২৩,তারিখে এসআই আব্দুর রহমান সহ কয়েকজন পুলিশ সোর্স নিয়ে নাটকীয় কায়দায় গোড়ান টেম্পু ষ্ট্যান্ডের পাশে তিতাস ফার্মেসির সামনে ভুক্তভোগী গোলাম কিবরিয়া তাঁহার নিজের একটি মোটরসাইকেলের উপরে বসা, ছিল হঠাৎ তাহার উপরে সন্ত্রাসী কায়দায়  ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধোর করে, মাটিতে ফেলে দেয়, তাঁহার চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসেন  তখনই লোকজনের উপরেও চড়াও হয় জান অতর্কিত সন্ত্রাস শাহজালাল মিয়া, পিতা-আলী হোসেন, মাতা-জায়ফুল জান, সাং-তাজবারকান্দি, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর, বাসা – ৯৪ নবাবীমোড়, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা, তাঁহার ছেলে ও ভাগিনা সহ আরো কয়েকজন মিলে এই পরিকল্পিতভাবে হামলাটি করে, সে হামলা ঠেকাতে পথচারীদের হাতে আহত হয় শাহজালাল মিয়া ও তাঁর ছেলে – মোঃ শালো, ও ভাগিনা মোঃ রিপন (৩২), পিতা-রুবেল মিয়া, মাতা-জোসনা বেগম সহ, কিন্তু তারা চেয়েছিলো অতঃপর  তারা জানেন  আমাদের প্রতি যেইভাবেই হোক রক্তাক্ত হলেই মামলাটি দাঁড়িয়ে যাবে  এবং তারা ওখান থেকে পালিয়ে  যে টাকার বিনিময়ে সরকারি মুগদা মেডিকেলের চিকিৎসা করে রিপোর্টটি তড়িঘড়ি  করে থানায় এনে এই মামলাটি করা হয়, উক্ত মামলার আসামি করলো ভুক্তভোগী ( ১) মোঃ গোলাম কিবরিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, মাতা-মৃত জাহানারা সাং-চর সুপারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, এ/পি সাং-আওয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া নুরবাগ, থানা-খিলগাঁও, ঢাকা(২) সাইফুল সরদার (৪১), পিতা-মৃত খাদেম আলী হাওলাদার, মাতা- সুজান  বিবি, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি এ “বাসা -লাভলির মায়ের বাসার ভাড়াটিয়া, গোড়ান টেম্পুস্ট্যান্ড তিতাস ফার্মেসীর গলি, থানা-খিলগাও, ঢাকা রফিক কসাই ( ৩) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-নবাৰীমোড় উত্তর গোড়ান, থানা-পলগাঁও, ঢাকা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে পরিকল্পিত ভাবে এই মামলাটি করেছে, গোলাম কিবরিয়ার পরিবার অভিযোগ করে আমার স্বামীর উপর হামলা  চালায় শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেন   ১৮/০৯/২০২৩  তারিখে রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়, বাদীর কাছে গত দেড় বছর আগে তাঁহার সাইডে লেবারকে দিয়ে কাজ করার -৫,৮০০ টাকা পাবে, এই কাজের টাকা চাইতে গেলেই  বিভিন্ন কৌশলে আমার স্বামীকে হুমকি দেয়, আসেন আমি অথচ আমার স্বামী রক্তাক্ত অবস্থায় থানায় গেলে এমনকি বিচার না পেয়ে  রক্ত এবং মাথায় আঘাত  নিয়ে তাহাকে এসআই  আব্দুর রহমান আমার স্বামীকে থানার হাজতে ভরে অথচ যেখানে সাহায্য থানায় পাইতে গেলে তাহার মামলা নিল না?

সারারাত  গোলাম কিবরিয়া ও তার লেবার  সাইফুল হাজতে  সারারাত থেকে সকালে  ১৫৪ ধারায়  চালান করেন এবং বিচারক  ও   দেশবাসী’র কাছে এর বিচার চাই।পত্রিকার পাতায় চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজধানী’র খিলগাঁও থানায় আগে জিডি পরে পরিকল্পিত মামলা করে ভুক্তভোগীদ্বয় গোলাম কিবরিয়ার ও সাইফুল উপর হামলা অভিযোগ করেন 

আপডেট টাইম : ০১:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

গত ১৮/০৯/২০২৩,তারিখে এসআই আব্দুর রহমান সহ কয়েকজন পুলিশ সোর্স নিয়ে নাটকীয় কায়দায় গোড়ান টেম্পু ষ্ট্যান্ডের পাশে তিতাস ফার্মেসির সামনে ভুক্তভোগী গোলাম কিবরিয়া তাঁহার নিজের একটি মোটরসাইকেলের উপরে বসা, ছিল হঠাৎ তাহার উপরে সন্ত্রাসী কায়দায়  ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধোর করে, মাটিতে ফেলে দেয়, তাঁহার চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসেন  তখনই লোকজনের উপরেও চড়াও হয় জান অতর্কিত সন্ত্রাস শাহজালাল মিয়া, পিতা-আলী হোসেন, মাতা-জায়ফুল জান, সাং-তাজবারকান্দি, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর, বাসা – ৯৪ নবাবীমোড়, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা, তাঁহার ছেলে ও ভাগিনা সহ আরো কয়েকজন মিলে এই পরিকল্পিতভাবে হামলাটি করে, সে হামলা ঠেকাতে পথচারীদের হাতে আহত হয় শাহজালাল মিয়া ও তাঁর ছেলে – মোঃ শালো, ও ভাগিনা মোঃ রিপন (৩২), পিতা-রুবেল মিয়া, মাতা-জোসনা বেগম সহ, কিন্তু তারা চেয়েছিলো অতঃপর  তারা জানেন  আমাদের প্রতি যেইভাবেই হোক রক্তাক্ত হলেই মামলাটি দাঁড়িয়ে যাবে  এবং তারা ওখান থেকে পালিয়ে  যে টাকার বিনিময়ে সরকারি মুগদা মেডিকেলের চিকিৎসা করে রিপোর্টটি তড়িঘড়ি  করে থানায় এনে এই মামলাটি করা হয়, উক্ত মামলার আসামি করলো ভুক্তভোগী ( ১) মোঃ গোলাম কিবরিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রব হাওলাদার, মাতা-মৃত জাহানারা সাং-চর সুপারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, এ/পি সাং-আওয়াল সাহেবের বাড়ির ভাড়াটিয়া নুরবাগ, থানা-খিলগাঁও, ঢাকা(২) সাইফুল সরদার (৪১), পিতা-মৃত খাদেম আলী হাওলাদার, মাতা- সুজান  বিবি, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি এ “বাসা -লাভলির মায়ের বাসার ভাড়াটিয়া, গোড়ান টেম্পুস্ট্যান্ড তিতাস ফার্মেসীর গলি, থানা-খিলগাও, ঢাকা রফিক কসাই ( ৩) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-নবাৰীমোড় উত্তর গোড়ান, থানা-পলগাঁও, ঢাকা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে পরিকল্পিত ভাবে এই মামলাটি করেছে, গোলাম কিবরিয়ার পরিবার অভিযোগ করে আমার স্বামীর উপর হামলা  চালায় শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেন   ১৮/০৯/২০২৩  তারিখে রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়, বাদীর কাছে গত দেড় বছর আগে তাঁহার সাইডে লেবারকে দিয়ে কাজ করার -৫,৮০০ টাকা পাবে, এই কাজের টাকা চাইতে গেলেই  বিভিন্ন কৌশলে আমার স্বামীকে হুমকি দেয়, আসেন আমি অথচ আমার স্বামী রক্তাক্ত অবস্থায় থানায় গেলে এমনকি বিচার না পেয়ে  রক্ত এবং মাথায় আঘাত  নিয়ে তাহাকে এসআই  আব্দুর রহমান আমার স্বামীকে থানার হাজতে ভরে অথচ যেখানে সাহায্য থানায় পাইতে গেলে তাহার মামলা নিল না?

সারারাত  গোলাম কিবরিয়া ও তার লেবার  সাইফুল হাজতে  সারারাত থেকে সকালে  ১৫৪ ধারায়  চালান করেন এবং বিচারক  ও   দেশবাসী’র কাছে এর বিচার চাই।পত্রিকার পাতায় চোখ রাখুন