মহাদেবপুরে স্কুলভবন উদ্বোধন করলেন এমপি সেলিম
- আপডেট টাইম : ০১:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
গত ৩১ আগস্ট ২০২৩ :
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের ফরমানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস, এম, ইব্রাহীম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মণ প্রমুখ।#