কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসীর স্ত্রী ও সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ০৫:৩৩:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরব থেকে ইতালি প্রবাসীর স্ত্রী ও সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। সোমবার (১৫ মে) ভৈরব
উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের শাশুড়িসহ পরিবারের সবাই পলাতক আছেন। নিহত জোনাকি আক্তার (৩৫) একই এলাকার ইতালি প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী ও সাড়ে ৩ বছর বয়সী শিশু আলিফ তাদের একমাত্র ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলার গড়ালেও ঘরের দরজা না খোলায় সন্দেহ হওয়ায় তারা দরজা ভেঙে ফেলে। এসময় সবাই দেখে এক রশিতে শিশু সন্তান ও অন্য রশিতে মায়ের মরদেহ ঝুলছে। পরে স্বজনরা তাদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। জানা যায়, প্রায় ৬ বছর আগে পারিবারিকভাবে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের রইছ বাবুর্চির মেয়ে জোনাকি আক্তারের সঙ্গে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকার ইতালি প্রবাসী ফারুক মিয়ার ছেলে ফরহাদ মিয়ার বিয়ে হয়। বিয়ের প্রথম দিকে সব কিছু ভালো চললেও কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। নিহত জোনাকি আক্তারের স্বজনদের দাবি, শাশুড়ি বেবি বেগম বিভিন্ন সময় জোনাকি আক্তারকে গরিব পরিবারের মেয়ে বলে উপহাস করতেন। এছাড়া বাবার বাড়ি থেকে যৌতুক আনতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন বলেও অভিযোগ তাদের।