বর্তমান আতঙ্কের অপর নাম মোকা

- আপডেট টাইম : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
কয়েক দিনের গরমে বাংলাদেশসহ ভারতের ভারতের অনেকগুলো জেলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, আর এরই মাঝে সামনে আসতে যাচ্ছি- বর্তমানে যে আতঙ্ক তার অপর নাম মোকা। মোকা কবে, কখন, কোথায় আছড়ে পড়বে, কী হতে চলেছে গতিপথ, কতটা ভয়ঙ্কর হবে, গতিবেগই বা কত হবে এই ঘূর্ণিঝড়ের, এই সকল বিষয় নিয়ে কৌতুহল বাংলাদেশ সহ গোটা দক্ষিণবঙ্গের বাসিন্দারাও।
মোকার আতঙ্কে বঙ্গোপসাগরের পূর্ব তীরের চার রাজ্য।
কিন্তু এটা কবে আসছে? আর কবেই বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৮ তারিখ অর্থাত্ সোমবার। মঙ্গলবার ৯ তারিখ সেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। এবার ওই নিম্নচাপ উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ উত্তর আন্দামান সাগরের উপর অবস্থান করবে এবং ক্রমে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।