ভৈরবে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট টাইম : ০৪:২১:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ ভৈরবে কান্দিপাড়া সরকারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার শিমুলকান্দি কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরুতে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শের আলী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হান্নান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
উদ্ধোধক হিসেবে উপস্হিত ছিলেন সাবেক রাষ্টপ্রতি জিল্লুর রহমানের এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিমুলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন, শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক জজ মিয়া, যুবলীগের সভাপতি মাসুম সরকার, সাধারণ সম্পাদক লোকমান হোসেন,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আওয়াল,সাধারণ সম্পাদক সোহরাপ হোসেন,যুবলীগের সভাপতি জাকারিয়া বাবু, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি কাউছার মিয়া, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোঃ রাশিদুল হক সহ আওয়ামীলীগের সকল সংগঠনের নেতাকর্মী, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
শিক্ষক রিয়াদ আরফির কিরণ সঞ্চলনায়
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।