বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

- আপডেট টাইম : ১২:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ৩০৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, একজন সফল উদ্যোক্তা হিসেবে জয়নুল হক সিকদার বেসরকারিভাবে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করে দেশের স্বাস্থ্যখাতে বিশাল অবদান রেখেছেন। এছাড়া বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনসহ সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের বেসরকারিখাতে একজন সফল উদ্যোগতার শূন্যতা তৈরি হলো।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।