সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের হীরক জয়ন্তী উদযাপন
- আপডেট টাইম : ০২:৫৯:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৪৪ ৫০০০.০ বার পাঠক
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, স্মৃতিচারণ, সংবর্ধনা, পরিচিতি সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠা কাল থেকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসির প্রাক্তন ৩ হাজার ২শ ছাত্রের অংশ গ্রহণে সকাল ৯টায় বিদ্যালয়ের ফুটবল ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের আমতলা মোড়, নারিকেলতলা মোড়, খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড়, পাকাপুল মোড়, কাটিয়া টাউন বাজার মোড় প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে শোভা যাত্রা ফিরে এসে শেষ হয়। বেলা ১২টায় শোভাযাত্রা শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তির ৬০ পাউন্ড কেক কাটা হয়। এর পর সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদ্যালয়ের ২৮ জন প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষক এবং ২১ জন প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এ দিকে, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের খেলার মাঠ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে। মাঠের পশ্চিম প্রান্তে প্রায় ৬ ফুট উচ্চতায় বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মাঠের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে নান্দনিক প্রবেশ পথ। প্রবেশ পথের মুখে প্লাকাড দিয়ে সাজানো হয়েছে মাঠ। প্লাকাডে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই যাবতকাল শিক্ষকরা শ্রেণি কক্ষে পাঠদানে বিভিন্ন সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা বিভিন্ন সংলাপ কোর্ড করে ওই প্লাকার্ড তৈরি করা হয়।
ঐতিহ্যবাহি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় শিক্ষকদের বলা সংলাপে রয়েছে, ১.তুই পেত্তেক দিন দেরি করিস ক্যা?। ২. মেরে ব্যাঙ করে দেবো। ৩. তুই কিন্তু টার্গেটে আছিস তোর উইকেট পড়ে যাবে। ৪.ছেলেরা চক চকি একটা পৃষ্ঠা বের করো। ৫.মায়ের ডাকোস ক্যান আল্লাহ’র নাম ল। ৬. তুই চাঁদে যা। ৭. ভুল সূত্র দিয়ে অংক মিলাও, আইনস্টাইন হইছো? শিক্ষকদের দেওয়া এমন সব সংলাফ প্লাডের মাধ্যমে যেনো দলিল করে রেখেছে প্রাক্তন ছাত্ররা। দুপুরে মর্ধাণ্য ভোজ অনুষ্ঠিত হয়। বিকালে স্মৃতিচারণ এবং সন্ধায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। ৬০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের হীরক জয়ন্তী উৎসবে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, প্রাক্তন শিক্ষক সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুল হুসাইন, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, আব্দুল মাজেদ, বর্তমান প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সংগঠনের সদস্য সচিব প্রাক্তন ছাত্র কামরুজ্জামান রাসেল, প্রাক্তন ছাত্র বীর মুক্তযোদ্ধা মাহফুজুর রহমান আলমগির, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, ডা. হরষিত চক্রবর্তি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্র সাহাদাৎ হোসেন, ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়ু, জোনায়েদ হোসেন লস্কর বায়রন, ফারুকুজ্জামান ডেভিড, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, তানজিম কালাম তমাল, দেবাশিষ সেখর বসু সহ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্ররা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন ছাত্র খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মেহেদী নেওয়াজ।