হোমনায় জুয়া খেলার অভিযোগে ৪ জুয়ারিকে ৭ দিন করে কারাদণ্ড
- আপডেট টাইম : ০২:২৫:৫২ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় জুয়া খেলার অভিযোগে ৪ জুয়ারিকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(১৫ ফেব্রুয়ারী) দুপুরে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হোমনা বড় কান্দা গ্রামের আঃ ছাত্তারের ছেলে মোঃ ইকবাল ( ২৭) একই গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে বাচ্চু মিয়া(৬৫) এবং মোঃ কুদ্দুস মিয়ার ছেলে মো. কালাম ও বাঞ্ছারামপুর উপজেলা রাধানগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আঃ কুদ্দুস(৫০)।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, বড় কান্দা ঈদগাহের নিকট একটি বাগানে জুয়ার আসর বসছে এমন গোপন সংবাদ পেয়ে দুপুর ২-৩০ মানিটের দিকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারি( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইউসফ হাসানের ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের সাঁজা ঘোষনা করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাসান জানান আজ দুপুরে বড়কান্দায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডাদেশ দেয়া হয়েছে। বিকেলে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।