কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যুয়ার আসর থেকে গ্রেফতার (১৮)
- আপডেট টাইম : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৭৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যুয়ার আসর থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
কাশিমপুর থানার ও সি তদন্ত আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ০৯ ই ফেব্রুয়ারী ২০২৩ বৃহস্পতিবার দিবাগত রাত্র ২ টা ৪৫ মিনিটে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই নাহিদ আল রেজা,এস আই আব্দুর রহিম,মিজানুর রহমান -,ড্রাই কং/(১৩০) সিরাজুল ইসলাম,,ড্রাই ফরহাদ হোসেন। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এ যুয়াড়ীদের গ্রেফতার করতে সক্ষম হন।
ধৃত আসামীরা হলেন(১) ইসমাইল হোসেন(৩৮)পিতা মৃত আব্দুল বাছেদ সরকার মাতা মাতা আনোয়ারা বেগম গ্রাম পালবান্দা,(২) হাফিজুর রহমান (৪৮) পিতা মৃত আব্দুস সামাদ মোল্লা মাতা হাওয়া বিবি,সং পচবহুলা,(৩) শামীম হোসেন (৩১) পিতা মৃত আব্দুল বারেক মাতা কোহিনুর বেগম সং বাঐজান,ধানবাড়ি টাঙ্গাইল,(৪) নজরুল ইসলাম (৩৬) পিতা মৃত আবু তাহের মাতা ফরিদা বেগম সং পলদা গোনাপাড়া,থানা ভুয়াপুর টাঙ্গাইল (৫) সোহাগ মিয়া (৩২)( ৩২)(৬) শফিকুল (২৮) (৭) শাহাদাৎ হোসেন (৬০) (৮)দেলোয়ার হোসেন(৪৭)(৯) আব্দুল হালিম(২৮) (১০) দেলোয়ার হোসেন(৩৫)(১১) কামাল হোসেন (৪১)(১২)নুর ইমাম(৩৫) (১৩) আব্দুল করিম(২৭)(১৪) লাল মিয়া(৩০)(১৫) রতন মৃধা(৪১)(১৬) সোহেল৩৮) (১৭) লিটন মিয়া(৩২)(১৮) ইউনুস আলী(৩২)
কাশিমপুর থানার অন্তর্গত এলাকবাসী রা বলেন,ধৃত আসামী রতন মিয়ার নেতৃত্বে এলাকায় মাদক ও জুয়ার আসর পাতানো হয় তার নেতৃত্বে বহু অপকর্ম প্রকাশ্যে চলমান,সকল অপকর্মের উতপত্তী হচ্ছে মাদক ও যুয়া,এরা মাদক সেবন এর নেশায়আচ্ছন্ন হয়ে একজন হতদরিদ্র রিকশাওয়ালা কেও জীবনে মেরে দিচ্ছে,এরা যুয়ার টাকা যোগাড় করতে আপন পর দেখছেনা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে,এদের কে ধরে মামলা দিয়ে জেলে পাঠালেও কোনো অদৃশ্য শক্তির বলে বলিয়ান হয়ে জামিনে বের হয়ে আরো বেপরোয়া হয়ে উঠছে।
প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ২০৮ পিস তাস, নগদ১১ ৪৭০ টাকা ও ০৭ বান্ডিল তাসের প্যাকেট সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কৌশলে পাঁচ থেকে ছয় জন পালিয়ে যায়।
কাশিমপুর থানার ও সি রাফিউল করিম বলেন মাদকসেবী মাদককারবারী ও জুয়াড়িদের বিরুদ্ধে
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।