পাথরঘাটায় ১৪ বছর পর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১১:২০:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
বরগুনার পাথরঘাটায় ১৪ বছর পর ইউনিয়নব্যাপি বিএনপির কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এর আগে ২০০৮ সালে উপজেলার সাত ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বৃহস্পতিবার এ কর্মী সম্মেলনে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মতিউর রহমান মোল্লা, সদস্য সচিব কামরুল ইসলাম ও লিটল আহমেদ প্রমুখ।
উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক তার বক্তব্যে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সাত ইউনিয়নের বিএনপিকে পূর্ণ সংগঠিত করার জন্য ইউনিয়ন সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে ইউনিয়নে কমিটি গঠন করা হবে। এ কমিটিতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে অংশ নেয়া ত্যাগি নেতাদের মুল্যায়ন করা হবে। তিনি আরও বলেন রাষ্ট্র মেরামতে কর্মীদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সম্মেলনে যোগদান করে আন্দোলনকে আরো বেগবান করে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে ইনশাআল্লাহ।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ভিপি কাকচিড়া ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক সেলিম পহলান উপজেলাে বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ১ নং রায়হানপ