ফতুল্লায় কমর আলি স্কুলে বছরের প্রথম দিনে বই উৎসব
- আপডেট টাইম : ০৪:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কমর আলী স্কুলে বছরের প্রথম দিনে বই উৎসব-২০২৩ পালন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সরকারের দেওয়া বিনামূলে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি উপভোগ করেন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম’র সভাপতিত্বে
(১ জানুয়ারি)রবিবার সকালে নতুন বই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ২০২৩ সালের নতুন বই তুলে দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহ আলম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আখতার জুঁতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ইসরাফিল আজাদ পলুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
মোঃ নূরুল ইসলাম বক্তব্যে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া বিনামূল্যে বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে অনেক ভালো লাগলো এবং তাদের জন্য শুভ কামনা রইল যে তারা ভালো করে পড়াশোনা করতে পারে ।