রংপুর পীরগঞ্জের জোতবাজ গ্রামে জমিনিয়ে দ্বন্দ্ব আহত ৪

- আপডেট টাইম : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৮৬ ১৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবড়ী ইউনিয়ের জোতবাজ গ্রামে জমিজমা নিয়ে পুর্ব শত্রুতার রেশ ধরে গত ৩০ অক্টোবর বাবলু মিয়ার বেগুনের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আপন বোন সার্জিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে মারপিট করে। এসময় সার্জিনার স্বামি সহিদুল ও তার ছেলে শরিফুল, আরিফুল মারার বিষয়টি জানতে চাওয়ায় তাদেরকেও বাশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিঠ করে গুরুতর জখম করে।
এলাকাবাসী সুত্রে জানাযায় বাবলু ও সার্জিনা আপন ভাই বোন। বাবার জমি ভাগাভাগি নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন থেকে মনমালিন্য চলে আসছিলো।
এসময় গুরুতর আহত হোন ১। শহিদুল ইসলাম (৫৫)পিতা মৃত্যু শফি মন্ডল ২। সার্জিনা বেগম(৫০) স্বাসী শহিদুল ইসলাম ৩। শরিফুল ইসলাম (৩৫)পিতা সহিদুল ইসলাম ৪। আরিফুল( ৩২) পিতা সহিদুল ইসলাম দ্বয়কে এলাকাবাসী উন্নত চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে যানাযায়